Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার দিবস পালিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৬:২১ পিএম

নানা আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে-২০২০। বুধবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে আয়োজনের মধ্যে ছিল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের জন্য চিত্রাংকন, কুইজ, রচনা ও হস্তশিল্প প্রতিযোগিতা ও কোভিড-১৯ এর অপারেশন চলাকালীন দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের সাটিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে-২০২০ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোসাইটির জাতীয় সদর দফতর যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা বাধন হিজড়া সংঘের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে তৃতীয় লিঙ্গের ৩০ জন সদস্যে অংশগ্রহণ করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রশিক্ষণ ও ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক একরাম ইলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের এবং অন্যদের কেউ প্রাথমিক চিকিৎসা দিয়ে সহায়তা করতে পারবে।

এছাড়াও গত রোববার দিবসটি উপলক্ষে সোসাইটির জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকগণের উদ্যোগে ও বিডিআরসিএস ঢাকা রক্ত কেন্দ্রের সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধন করেন সোসাইটির মহাসচিব ও প্রাক্তন সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন। এ সময় সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, পরিচালক ব্ল্যাড ব্যাংক মো. জয়নাল আবেদিন ও যুব প্রধান মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। একই দিন বিকেল ২ ঘটিকায় সোসাইটির প্রশিক্ষণ কক্ষে কোভিড-১৯ কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জাতীয় সদর দফতরের ৪০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।

একই দিন বিকাল ৪ টায় সোসাইটির প্রশিক্ষণ কক্ষে কোভিড-১৯ এর অপারেশন চলাকালীন দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সাটিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের হাতে সাটিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন যুব অধিদপ্তরের মহাপরিচালক মো. আক্তারুজ্জামান খান কবির ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল। এসময় উপস্থিত ছিলেন মো. আক্তার উদ্দিন, কান্ট্রি কো-অর্ডিনেটর, ইউএনভি, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। এছাড়া একই দিন সন্ধ্যায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ