Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের অর্থনৈতিক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ২:৩১ পিএম

নারীদের অর্থনৈতিক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতে কাজ করছে। রোকেয়া পদক-২০২০ প্রদান অনুষ্ঠানে আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজে বিশেষ অবদান রাখায় এবারও পাঁচজন বিশিষ্ট নারীকে রোকেয়া পদক দেওয়া হয়।

শেখ হাসিনা আরও বলেন, ‘অনেক বাধা মোকাবিলা করে বেগম রোকেয়া নারীদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন। যার কারণে আমরা মেয়েরা অনেক সুবিধা পেয়েছি। আজকে মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমরা চাই, বেগম রোকেয়ার দেখানো পথে মেয়েরা আরও এগিয়ে যাক।’

তিনি বলেন, সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা পেয়েছে বলেই উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নারী শিক্ষা ও কর্মসংস্থানের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সমাজে পরিবর্তন এসেছে। নির্যাতিত মানুষ আইনের আশ্রয় নিতে পারে। নারীর ক্ষমতায়ন, নারী জাগরণ, নারীর অধিকার আদায়ে নানাভাবে কাজ করেছেন বঙ্গবন্ধু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ