Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম


 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনগণের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিতরণ প্রতিষ্ঠান গুলোকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে। দেশের ৯৯ ভাগ জনগণ বিদ্যুতায়নের আওতায় এসেছে। এই ডিসেম্বরেই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হবে। গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অফগ্রিড চরাঞ্চলসমূহে নেসকো লি. এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চর এলাকায় বা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়ন কিছুটা পিছিয়ে থাকলেও মুজিববর্ষেই তা সম্পন্ন করা হবে। বিতরণ কেম্পানি যেসকল সেবা প্রদান করেন তা দ্রæত জনগণ ও গ্রাহকদের জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের ছোঁয়া দেশের সব জায়গায় সমানভাবে পৌঁছে দিতে চায়। বিদ্যুৎ ছাড়া উন্নয়ন চিন্তাই করা যায় না। চরাঞ্চলে বা অফগ্রিড অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার হোম সিস্টেম ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব এলাকাতেও গ্রিডের বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক দায়িত্ব। মুখ্য সচিব বলেন,আমার কথাটি রাজনৈতিক মনে হতে পারে, কিন্তু আমি মনে করি এটি রাজনৈতিক নয়, নৈতিক বিষয়। এটি আমাদের বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে। আমি উপস্থিত সবাইকে জানাতে চাই, আমরা মুজিববর্ষের কথা বলছি, স্বাধীনতার ৫০ বছরের কথা বলছি। কিন্তু এই বছরে জাতির পিতাকে অপমান করার একটি প্রয়াস দেখতে পাচ্ছি। আমি মনে করি, জাতির পিতা সাংবিধানিকভাবে জাতির পিতা, এটির সঙ্গে কোনো রাজনীতি জড়িত হতে পারে না, এটি কোনো দলের নয়।

তিনি বলেন, আমি আশা করব এখানে আপনারা যারা উপস্থিত আছেন,যারা আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, জাতির পিতার অপমান রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করব, এই মাসে সবাই সম্মিলিতভাবে আমাদের কণ্ঠস্বরটি শক্ত করব, জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাব, সকল প্রকারের অপপ্রচার-অপব্যাখ্যা এবং অপপ্রয়াসকে প্রতিহত করব। আহমেদ কায়কাউস বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য বিদ্যুৎ দরকার। আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর বিনিয়োগ করছি, এর জন্যও বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে, এর মধ্যে কিছু মানুষ বাদ পড়ে যাচ্ছিলেন। প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন অঞ্চলে গ্রিড যায়নি। ফলে তারা বিদ্যুৎ নিতে চাইলে আরও বেশি দাম দিয়ে নিতে হতো। কোথাও ৩০ টাকা কোথাও ২৫ টাকা করে তারা সোলার হোম ব্যবহার করেছে। যেখানে গ্রিড আছে সেখানে আমরা বিদ্যুৎ ৫ টাকায় পেয়েছি এবং নিরবচ্ছিন্ন পেয়েছি।

তিনি বলেন, এটা সমতার দিক থেকে সঠিক নয় বিবেচনায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, এই দুর্গম এলাকায় যারা বসবাস করে তারাও যাতে বিদ্যুতের সুবিধা পায়। আপাতত যেখানে গ্রিড নেয়া সম্ভব না, সেখানকার মানুষ যাতে সোলার সিস্টেমের মাধ্যমে পায়।

কায়কাউস বলেন, নেসকো হচ্ছে বিতরণ কোম্পানিগুলোর মধ্যে কনিষ্ঠ, সেই সর্বকনিষ্ঠই কিন্তু আজকে প্রথম একটি চরাঞ্চল আলোকিত করে প্রথম স্থান অধিকার করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। তিনি বলেন, আমি যতটা জেনেছি আজকে নেসকো প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয় করে হাতিবান্ধা উপজেলার ১২টি চরে ৪৫২১ জন গ্রাহককে সোলার হোম সিস্টেম প্রদান করেছে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে নেসকো লি. এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.মোতাহার হোসেন, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও নেসকোর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব এ, কে, এম হুমায়ূন কবীর সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ