Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেমদের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহার করুন

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৮:২২ পিএম

একটি মহল দেশের আলেম ওলামাদের ঈমানী প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যারা এ মামলা করেছে তারা ইসলাম, আলেম-ওলামা ও দেশের শত্রু।
অবিলম্বে উল্লেখিত মামলা প্রত্যাহার করতে হবে। মামলা দিয়ে আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। ইসলামের সঠিক বক্তব্য তুলে ধরা আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য। আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি সৈয়দ ফয়জুল করীম ও মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ আজ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শীর্ষ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর ও মাওলনা আলী উসমান। আজ এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঢাকায় ভাস্কর্য স্থাপন এর ব্যাপারে ইতিপূর্বে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে আসছিলো এবং শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদও অব্যাহত রেখেছে। কিন্তু একটি মহল এ ঈমানী প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেছে। যারা এ মামলা করেছে তারা ইসলাম, আলেম-ওলামা ও দেশের শত্রু। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামের সঠিক বক্তব্য তুলে ধরা আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য। সুতরাং আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দ ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলেই যাবেন। মামলা হামলা করে তাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার পার্টির জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটির সভায় বলেন,
ভূঁইফোড় সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না। অবিলম্বে আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। এই সংগঠনটি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশপ্রেমিক বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে তাদের একের পর এক সন্ত্রাসমূলক তৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিঘœ। আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আগামী ২৮ জনুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
পার্টির সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, মাওলানা আনোয়ারুল কবীর, মুফতি মাওলানা আব্দুস সাত্তার, তসলীমুদ্দীন আহমদ, ইসলামী ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব ইহতিশামুল হক সাখী এবং ছাত্রনেতা রাজু আহমেদ।
মাওলানা মুসা বিন ইযহার আরো বলেন, মানুষকে কুফর শিরক ও বিদআত থেকে মুক্ত রাখতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। এ নিয়ে আলেমদের নিয়ে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই।
বাংলাদেশ ইমাম মুসল্লী ঐক্য পরিষদ : বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদ নেতৃবৃন্দ কুষ্টিয়ায় মুজিব ভাষ্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। আজ সোমবার বাদ যোহর যাত্রাবাড়ী দোলাইরপাড়স্থ কার্যালয়ে এক জরুরি পরামর্শ সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়ার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশের শীর্ষ আলেম ওলামাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। তারা অনতিবিলম্বে ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান।
মাওলানা মুরশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, মাওলানা রশিদ আহমাদ, মুফতি মুহাম্মদ শফিকুল ইসলাম, মুফতি মনিরুজ্জামান, হাফেজ মাওলানা হারুনুর রশীদ, মুফতি রুহুল আমীন, মুফতি শফিক সাদী, হাফেজ মাওলানা আনোয়ার হামিদী ও মাওলানা ইবরাহীম শরীয়তপুরী।
পীর সাহেব চরমোনাই : ইসলামী আন্দোলন বাংলদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সারাদেশে আলেম-ওলামা, পীর মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরূচিপূর্ণ বক্তব্য এবং আজ তিনজন আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ নিন্দা ও ক্ষোভ করেছেন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটি মহল গালি-গালাজ করে সরকার ও ইসলামপন্থিদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, ইসলামবিরোধী এই চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি অবিলম্বে এধরণের উস্কানীমূলক বক্তব্য বন্ধের দাবি জানান।
আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিয়িাম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, সহকারি মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আরহাজ হারুন অর রশিদ, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূুম ও শহিদুল ইসলাম কবির।
এদিকে, দেশের উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (একাংশ) :বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক ও মহাসচিব এইচ এম হারিসুল হক এক বিবৃতিতে ভাষ্কর্য বিতর্কে আলেম ওলামাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে তারা সম্প্রতি শব্দ দূষণের অজুহাতে ওয়াজ-মাহফিল ও সভা-সমাবেশ বন্ধের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ্এই নিষেধাজ্ঞা নির্দেশনার দ্বারা জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার হরণের এমন নজির বিশ্বে দ্বিতীয়টি আর নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ