Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

উদ্যম ও খাজানা ই-কমার্স চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৭:৫৫ পিএম

মার্কেটিং বিপিও ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশীয় ই-কমার্স সাইট খাজানা ডট কম ডট বিডি। খাজানা ডট কম ডট বিডি’র মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই সকল ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাবেন। গত রোববার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খাজানা ডট কম ডট বিডি’র বিপনন এবং মার্চেন্ট একুইজিশন সাপোর্ট প্রদান করবে উদ্যম। অনুষ্ঠানে উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কাউসার এবং খাজানা ডট কম ডট বিডি’র চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াকুব আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এতে আরও উপস্থিত ছিলেন খাজানা ডট কম ডট বিডির তারিক হাসান রুবেল, সাইফুল ইসলাম, এবং খোরশেদ আলম, ইব্রাহিম খলিল, সহিদুল ইসলাম সুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ