Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরিচালনা বোর্ডের ২৯তম সভা অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালনা বোর্ডের ২৯তম সভা গতকাল অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিচালনা বোর্ডের সদস্য যথাক্রমে অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডা. মো. সানোয়ার হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, চেয়ারম্যান, বিসিএসআইআর, মিজানুর রহমান, চেয়ারম্যান, স্পারসো, অধ্যাপক ড. আবু বকর মো. ইসমাইল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ আবদুল লতিফ, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেগম সুলেখা রানী বসু, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অধ্যাপক ড.এ.এ. মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
সভায় প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ