Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের অর্ধেকের বেশি করোনায় মৃত্যু ঢাকায়, সবচেয়ে কম ময়মনসিংহে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ৭:৩১ পিএম

দেশের অর্ধেকের বেশি করোনায় মৃত্যু ঢাকায় এবং সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহে হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। আজ রোববার গণমাধ্যমকে অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৬ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ মৃত্যুবরণ করেছেন ৫০৫২ জন এবং নারী মারা গেছেন ১৫২৮ জন।

এখন পর্যন্ত ঢাকা বিভাগে মোট মারা গেছেন ৩ হাজার ৫৪০ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২৫৬ জন, রাজশাহী বিভাগে ৪০২ জন, খুলনা বিভাগে ৪৯৬ জন, বরিশালে ২১৯ জন, সিলেটে ২৬৪ জন, রংপুরে ৩০০ জন এবং ময়মনসিংহে ১৩২ জন। এছাড়া বিভাগ বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন এবং রংপুরের বাসিন্দা ২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ