Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতার ভাগবাটোয়ারায় ইসলামী আন্দোলন বিশ্বাসী নয়

মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ৭:১৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূহানিয়াত ও জিহাদের সমন্বয়ে পরিচালিত হওয়ায় কখনো লাইনচ্যুত হয়নি। সাহাবায়ে কেরামের ন্যায় ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত স্থাপনে অনন্য নজির স্থাপন করেছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন কখনো সুন্নাহর খেলাফ করে ক্ষমতার ভাগবাটোয়ারায় অংশ নেয়নি। তিনি বলেন, দেশ স্বাধীন, বৃটিশ বিরোধী সংগ্রামসহ সকল আন্দোলন-সংগ্রামে ওলামায়ে কেরাম, ইসলামপন্থিদের অবদান অনস্বীকার্য। ইসলাম বিজয়ী না থাকায় দেশ ও ইসলাম আজ কঠিন সময় অতিক্রম করছে। একটি ইসলামবিরোধী গোষ্ঠী ইসলামপন্থি এবং শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে সরকারকে মুখোমুখি দাড় করার চেষ্টা করছে। এই কুচক্রিমহল মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সংগঠনের ব্যানারে দেশের শীর্ষ ধর্মীয় নেতা ও ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি করে দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারকে তাদের এ চক্রান্ত বুঝতে হবে। যারা এধরণের কর্মকান্ড করছে তারা ভিনদেশী পাঁচাটা গোলাম। এদের চক্রান্ত বুঝতে না পারলে দেশ ক্রমইে অস্থিরতার দিকে চলে যাবে।
আজ সোমবার বিকেলে শরীয়তপুরের পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর পৌরসভা শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
মুফতী সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা নূরুল করীম আকরাম, মাওলানা শওকত আলী, মাওলানা কেরামত আলী, মুফতী ফেরদৌস আহমদ, মুফতী তোফায়েল কাসেমী, ড. মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ ও মাওলানা হাফিজুর রহমান।
মুফতী ফয়জুল করীম বলেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশকে পৌত্তলিকতা দিকে ঠেলে দেয়ার চক্রান্ত দেশবাসী রুখে দিবে। তিনি বলেন, ভাস্কর্য না করে স্মৃতি মিনার বা স্মৃতিস্তম্ভ করুন, তাতে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।



 

Show all comments
  • Md sobuj sheikh ২৩ নভেম্বর, ২০২০, ৭:৩৬ পিএম says : 0
    সত্যিই অসাধারণ বক্তব্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ