পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও নবী করিম (সা.)-এর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগতভাবে সিরাত মানার চেষ্টা করলেও আমরা সম্মিলিতভাবে সিরাত প্রতিষ্ঠার চেষ্টা করছি না। বিশ্বনবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহকে বাংলার জমিনে বিজয়ী করে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
খেলাফত মজলিসের উদ্যোগে আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় এফএম কমিউনিটি সেন্টারে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মহাফিল ও ওলামা মাশায়েখ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের সিনিয়র শায়খুল হাদিস শেখ আজিম উদ্দিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মনসুরুল আলম মনসুর। নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে মহানবীর (সা.) অবমাননায় মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। কিন্ত বাংলাদেশেও ইসলাম ও নবীর দুশমনরা ষড়যন্ত্রে মেতে উঠছে। এসব ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।