Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীন প্রতিষ্ঠার কাজ সকল মুসলিমের উপর ফরজ

ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ৭:৩০ পিএম

ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মাওলানা মো. রুহুল আমীন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠা করার কাজ সকল মুসলিমের ওপর ফরজ। আর এই ফরজ পালন করতে হলে বিশ্ব মুসলিমকে জিহাদি চেতনায় উজ্জীবিত হতে হবে। আর জিহাদ বাস্তবায়ন সংগঠন ও শৃঙ্খলা অত্যাবশ্যক। ইস্পাত কঠিন ঐক্য ও মজবুত সংগঠন হতে পারে শৃঙ্খলার মাধ্যমে। সময়ের দাবি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব মুসলিমের অনৈক্যের কারণেই বিধর্মীরা মুসলমানদের প্রাণের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) কে নিয়ে কটাক্ষ করার সাহস দেখায়। বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান আসুন সকল মতবাদ পরিহার করে দ্বীন প্রতিষ্ঠার জিহাদে শরীক হই। সংগঠন ও শৃঙ্খলার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করি । আর মানুষের তৈরি তন্ত্র-মন্ত্র ও এই তন্ত্র-মন্ত্রের মাধ্যমে পরিচালিত দলসমূহকেও পরিহার করি। তিনি আজ শুক্রবার সকালে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আয়োজিত দিনব্যাপী তা'লীম-তারবিয়াত ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিষষ ভিত্তিক তারবিয়াতে অংশগ্রহণ করেন আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এ এম এম কামাল উদ্দিন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারি বিএম মুহিব্বুল্লাহ, হাফেজ মাওলানা হযরত আলী।



 

Show all comments
  • Jack Ali ২০ নভেম্বর, ২০২০, ৭:৫৭ পিএম says : 0
    You people will never establish Deen in Bangladesh because in Islam there is only one Group and the name of the group is Islam so O'Muslim and Alem come under the Banner of Islam only then Allah will us victory against the Disobedient Government.. If you Alem create division in Islam then wait severe punishment from Allah in the world and in Qiyammah. Stern warning from Allah [SWT] regarding unity of Muslim Ummah: Surah 8:Al-Anfal: Ayat: 73.. And those who disbelieve are allies of one another, [and] if you [Muslims of the whole world collectively] do not do so [i.e: become allies, as on united block under one Khalifah] (a chief Muslim ruler for the whole Muslim world) to make victorious Allah’s religion of Islamic Monotheism), there will be Fitnah [war, battles, rape, adultery, fornication, murde,polytheism] and oppression on the earth, and a great mischief and corruption will spread every corner in the world.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ