Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের নতুন কমিটিকে স্যোশাল মিডিয়ায় অভিনন্দন

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৬:২৬ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমীর শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (ঢাকা)। নতুন কমিটি ঘোষণার পর তাদের শুভ কামনা করে স্ট্যাটাস দিয়েছেন ধর্মপ্রাণ অগণিত মানুষ। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে কমিটিতে সন্তোষ প্রকাশ করে নবনির্বাচিতদের সফলতা কামনা করা হয়েছে।

রোববার সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের অংশ গ্রহণের মধ্যদিয়ে জাতীয় প্রতিনিধি সম্মেলনে (কাউন্সিল) অরাজনৈতিক এই সংগঠনের ১৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করে ২৪ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

জাকির আখোন্দো ফেসবুকে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ পরীক্ষিত সৎ আদর্শবান নিষ্ঠাবান ত্যাগী আল্লাহভীরুদের হাতে নেতৃত্ব আসছে অভিনন্দন শুভেচ্ছা আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমীকে। আল্লাহ তাদেরকে যথাযথ ভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন আমিন।’’

দিল মাহমুদ সাব্বির লিখেছেন, ‘‘আমাদের কাঙ্খিত হেফাজতের নতুন কমিটি। আল্লামা জুনাইদ বাবুনগরী আমীর আল্লামা নুর হোসাইন কাসেমী মহাসচিব আল্লামা মামুনুল হক যুগ্ম মহাসচিব। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। যারা আমাদের প্রত্যাশিত আস্থার প্রতীক, ও যোগ্য ব্যক্তি তাঁরাই দায়িত্বে সমাসীন হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর..!’’

মোঃ মজিব লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ যোগ্য নেতৃত্ব পেয়েছে হেফাজতে ইসলাম। চেতনা ব্যবসায়ী এবং নাস্তিকদের শায়েস্তা করতে এর থেকে বিকল্প কোনো নেতৃত্ব ছিলোনা। নতুন কমিটির প্রতি শুভ কামনা রইলো।’’

মোহাম্মাদ আরিফুর রহমান লিখেছেন, ‘‘অভিনন্দন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং আল্লামা নুর হুসাইন কাসেমির হাত ধরে হেফাজতের পথচলা বেগবান হোক৷ অভিনন্দন হেফাজতের নতুন নেতৃবৃন্দকে৷’’

মোঃ মামুন মিয়া লিখেছেন, ‘‘হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিঃ কে অভিনন্দন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে দুঃখ-বেদনা ভুলবে ....।’’

গিয়াস উদ্দীন আবু সাফওয়ান লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম তাদের সঠিক নেতা নির্বাচন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা বাবুনগরীকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আমীন।’’

ড. শেখ ফরিদ আহাম্মোদ লিখেছেন, ‘‘অভিনন্দন আপনাদেরকে, আল্লাহ আপনাদের কল্যাণ করুন। ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের মূল্যবোধ রক্ষায় আপনাদের ভূমিকা আল্লাহ কবুল করুন।’’

আবুবকর মুহাম্মাদ লিখেছেন, ‘‘নবনির্বাচিত সিপাহসালার আপোষহীন কমিটিকে অন্তরের অন্তস্থল থেকে জানাই মোবারকবাদ। তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ দান করুন।’’



 

Show all comments
  • Mahbub khan ১৫ নভেম্বর, ২০২০, ৭:৪৩ পিএম says : 0
    কিছু লোক আছে যাহারা সংবাদ সম্মেলন করে বলতেছে বর্তমান কমিটি নাকি বিএনপি জামাত ইসলাম পন্থী তাহলে তারা কি আওয়ামী লীগ পন্থী হেফাজতে ইসলাম কমিটি গঠন করবে নাকি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ