Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হেফাজতের সম্মেলন সম্পন্ন : ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

আমির আল্লামা জুনাইদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নূর হোসেন আসেমী

আসলাম পারভেজ, হাটহাজারী | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৬:২৩ পিএম

হাজারো জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে গতকাল রবিবার ১৫ নভেম্বার চট্টগ্রামর হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের পূর্বে হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সকাল ১০টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হলেও যোহরের নামাযের বিরতির পরে পুনরায় হেফাজতের নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে নেওয়া মোট ১২জন সদস্য বিশিষ্ট একটি করে। এ কমিটি হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরী করে। কমিটিতে আমির নির্বাচিত হয় হাটহাজারী মাদ্রাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব হাফেজ মওলনা জুনাইদ বাবুনগরী, মহাসচিব নির্বাচিত হয় আল্লামা নূর হোসাইন কাসেমী (ঢাকা), সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আসা প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় প্রতিনিধি সম্মেলন ১৫১জন সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি করা হয়েছে। অরাজনৈতিক এ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদ্রাসায় প্রবীণ আলেমদের উপস্থিতিতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উপদেষ্টা করে ২৪ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্ট গঠন করা হয়েছে। এর আগে সকাল ১০টায় হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় মেশকাত জামাত কক্ষে সম্মেলন শুরু হয়। এ সম্মেলনকে ঘিরে হাটহাজারী জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিনিধি সম্মেলনে প্রবেশ করতে সুযোগ পেয়েছে সংগঠনের প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংবাদ কর্মীদের সম্মেলনকক্ষে প্রবেশকরার অনুমতি দেন। শতশত নেতাকর্মীরা হাটহাজারী মাদ্রাসা কম্পাউন্ডে ও আশেপাশে অবস্থান নেন। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার ১০ বছর পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে সারাদেশ থেকে কাউন্সিলররা এসে এ সম্মেলনকে সফল ও স্বার্থক করে তোলেন। সারা দেশ থেকে পাঁচ শতাধিক হেফাজতের প্রতিনিধিরা এসে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচিত করেন। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি (রহঃ) বিগত ২৮ সেপ্টেম্বার ইন্তেকালের পর এ পদটি শূন্য হয় পাশাপাশি হেফাজতে ইসলামের পুরাতন কমিটির মেয়াদ ও শেষ হয়। বর্তমানে আল্লামা শফির স্থানে জুনাইদ বাবুনগরী স্থলাভিষিক্ত হন। হেফাজতে ইসলামের পূর্বের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী। প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ১৫১ সদস্যর নতুন কমিটি গঠন করা হলেও বর্তমানে ১২২ জন নতুন কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাকি ২৯টি সদস্য পদ পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নব নির্বাচিত আমির ও মহাসচিব। সম্মেলনে যোগ দিতে গত শনিবার থেকে দেশের প্রত্যন্ত এলাকার প্রতিনিধিরা এশিয়া মহাদেশের অন্যতম দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যোগ দেন। এ সম্মেলন খুব সুন্দর ও সুশৃংখল ভাবে সংগঠনের স্বেচ্ছাসেবক দিয়ে সম্মেলন সম্পন্ন করেন। এ সম্মেলনে হেফাজতের সাবেক আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মরহুম আল্লামা শাহ আহমদ শফি (রহঃ) এর পুত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীকে কমিটির কোন পদে রাখা হয়নি। ইসলাম অবমাননাকারী ও নাস্তিক ব্লাগারদের বিরোদ্ধে ১৩দফা দাবী নিয়ে আন্দোলন করে বিশ^ব্যাপী ব্যাপক পরিচিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১০ সালের ১৯ জানুয়ারী হেফাজতে ইসলাম বাংলাদেশের যাত্রা শুরু করেন। ২০১৩ সালে ৫ই মে ঢাকার শাপলা চত্বরে জমায়েত হওয়ায় এ হেফাজতে ইসলাম সারা দেশে আরো আলোচিত হয়ে উঠে। গতকাল এ সম্মেলনে ৫ই মে শাপলা চত্বরে ঘঠনায় প্রতিবাদ জানাতে ৬ই মে হাটহাজারীতে হেফাজতের মিছিলে শহীদ হওয়া শহীদদের পরিবারকে এ সম্মেলনে দাওয়াত করা হয়েছে বলে জানা যায়। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন মাওলানা মাহফুজুল হক মাওলানা মির ইদ্রিসের সঞ্চালনায় এ সম্মেলনে বক্তব্য ও উপস্থিত ছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরামগণ উপস্থিত ও বক্তব্য রাখেন। হেফাজতে ইসলামের নতুন কমিটিতে ইতিমধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্ঠা

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
উপদেষ্ঠা
মুফতী আযম আল্লামা আব্দু”ছালাম চাটগামী, হযরত আল্লামা সুলতান যওক নদভী, হযরত আল্লামা আব্দুল হালিম বুখারী, হযরত আল্লামা নূরুল ইসলাম আদীব, হযরত আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, হযরত আল্লামা নোমান ফয়জী (মেখল), হযরত আল্লামা আব্দুল মালেক হালীম, হযরত আল্লামা হাফেয মুহাম্মদ কাসেম (তালীমুদ্দীন) হযরত আল্লামা জিয়াউদ্দিন (আঙ্গুরা মাদরাসা) হযরত আল্লামা মুহাম্মদ ইসহাক হযরত মাওলানা এ্যডবুকেড আব্দুর রকীব হযরত আল্লামা মুফতী আবুল হাসান রংপুর হযরত আল্লামা ইসমাঈল নূরপুরী নরসিংদী হযরত আল্লামা আশেকে এলাহী বি-বাড়ীয়া হযরত আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হযরত আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী হযরত আল্লামা নূরুল হক (বটগ্রাম কুমিল্লা) অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা হযরত আল্লামা আবুল কালাম (মুহাম্মদপুর) হযরত আল্লামা উবায়দুল্লাহ ফারুক বারিধারা হযরত আল্লামা ফজলুর রহমান নেত্রকোনা হযরত আল্লামা সোলাইমান নোমানী হযরত আল্লামা ফজলুল্লাহ ওয়াহেদীয়া মাদরাসা হযরত আল্লামা শিব্বির আহমদ নোয়ালী হযরত আল্লামা জালাল আহমদ ভূজপুর হযরত আল্লামা আশেক এলাহী উজানী মুহতারাম আমীর হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, শায়খুল হাদীস-হাটহাজারী মাদরাসানায়েবে আমীর হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম,প্রিন্সিপাল-খিলগাও মাদরাসা, ঢাকা হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ. ঢাকা হযরত মাওলানা শায়খ আহমদ, সিনিয়র মুহাদ্দিস হাটহাজারী মাদরাসা হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, প্রিন্সিপাল- মাদরাসা নুরে মদীনা হবিগঞ্জ হযরত মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, পরিচালক-জামেয়া ওবায়দিয়া হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ, শায়খুল হাদীস জামিয়া পটিয়া হযরত আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) মুন্সিগঞ্জ হযরত আল্লামা মুফতি আরশাদ রহমানী, পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক, (বেফাক মহাসচিব) হযরত মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস, দরগাহ মাদরাসা সিলেট হযরত মাওলানা সাজেদুর রহমান, শায়খুল হাদীস- জামিয়া ইউনুছিয়া বিবাড়ীয়া হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সভাপতি-ইত্তেফাকুল ওলামা ময়মনংিহ হযরত আল্লামা মোহাম্মদ ইয়াহইয়া, হাটহাজারী মাদরাসা হযরত মাওলানা হাবিবুর রহমান, হাজী সাহেব, লালবাগ মাদরাসা ঢাকা হযরত মাওলানা আবদুর রব ইউসুফী, পরিচালক- জামেয়া শায়খ জাকারিয়া ঢাকা প্রফেসর ড. আহমদ আবদুল কাদের, ঢাকা হযরত মাওলানা আবদুল আউয়াল, খতিব ডি আই টি মসজিদ নারায়নগঞ্জ প্রফেসর ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম হযরত মাওলানা সরোয়ার কামাল আজিজী, প্রিন্সিপাল- পদুয়া মাদরাসা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, পরিচালক-নাজিরহাট মাদরাসা হযরত মাওলানা ফোরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ
হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন হাটহাজারী হযরত আল্লামা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ) হযরত মাওলানা আনোয়ারুল করিম (পীর সাহেব যশোর) হযরত মাওলানা মোশতাক আহমদ, প্রিন্সিপাল দারুল উলুম, খুলনা হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, পরিচালক- আরজাবাদ মাদরাসা হযরত মাওলানা আনাস ভোলা হযরত মাওলানা রশিদ আহমদ জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ। হযরত মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা হযরত মাওলানা নুরুল ইসলাম খান, শায়খুল হাদীস- সুনামগঞ্জ হযরত মাওলানা নেজাম উদ্দিন, পরিচালক-মীর ওয়ারিসপুর মাদরাসা নোয়াখালী হযরত মাওলানা আবদুল হালিম, পরিচালক বাজার রোড মাদরাসা বরিশাল হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস, পরিচালক-জুম্মাপাড়া মাদরাসা রংপুর হযরত মাওলানা জাহেদুল্লাহ, পরিচালক ইছাপুর মাদরাসা মহাসচিব হযরত আল্লামা নুর হোসাইন কাসেমী, শায়খুল হাদীস বারিধারা ঢাকা যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনাইদ আল হাবিব হযরত মাওলানা মুহাম্মদ মামুনুল হক হযরত মাওলানা লোকমান হাকীম হযরত মাওলানা নাছির উদ্দিন মুনির সহকারী মহাসচিব হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরী হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী হযরত মাওলানা সাখাওয়াত হোসাইন হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী হযরত মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হযরত মাওলানা আবদুল বাসেত খান সিরাজী হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী হযরত মাওলানা হাবিবুল্লাহ আজাদী হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম হযরত মাওলানা জসিম উদ্দিন লালবাগ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী হযরত মাওলানা মহিউদ্দিন ইকরাম হযরত মাওলানা মুসা বিন ইজহার হযরত মাওলানা জাফর আহমদ বাথুয়া হযরত মাওলানা শফিক উদ্দিন হযরত মাওলানা হাসান জামিল সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহকারী সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদী হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী হযরত মাওলানা মীর ইদরিস হযরত মাওলানা আতাউল্লাহ আমিন হযরত মাওলানা মাসউদুল করিম হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী হযরত মাওলানা মুফতি ওমর ফারুক হযরত মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জ হযরত মাওলানা মাহমুদুল আলম রংপুর অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি মুনির হোসাইন কাসেমী সহকারী অর্থ সম্পাদক হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ ফায়সাল হযরত মাওলানা লোকমান মাজহারী হযরত মাওলানা ইলিয়াস হামিদী জনাব মুহাম্মদ আহসানুল্লাহ প্রচার সম্পাদক হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকার প্রচার সম্পাদক হযরত মাওলানা ইয়াকুব ওসমানী হযরত মাওলানা ফায়সাল আহমদ হযরত মাওলানা মুফতি শরীফুল্লাহ হযরত মাওলানা ফেরদাউসুর রহমান হযরত মাওলানা হাফেজ সায়েমুল্লাহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- হযরত মাওলানা জুনায়েদ বিন জালাল সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদকহযরত মাওলানা হারুন আযিযী নদভী সহকারী সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা মাহবুবুর রহমান হানিফ দফতর সম্পাদক- হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, সহকারী দফতর সম্পাদক- হযরত মাওলানা আবু তাহের ওসমানী হযরত মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল সমাজকল্যাণ সম্পাদক- হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরী সহকারী সমাজকল্যাণ সম্পাদক- হযরত মাওলানা হাফেয সালামতুল্লাহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সাবেক এমপি সহকারী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন দাওয়াহ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা নাজমুল হাসান সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মোশতাকন্নবী কাসেমী হযরত মাওলানা আহমদ আলী কাসেমী তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মেখল সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হযরত মাওলানা জাকারিয়া মাদানী হযরত মাওলানা গাজী ইয়াকুব ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হযরত মাওলানা জিয়াউল হোসাইন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন নানুপুরী সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাফেয আনোয়ার শাহ আযহারী হযরত মাওলানা আবদুল কাদের সালেহ, লন্ডন হযরত মাওলানা আব্দুস সালাম পাটোয়ারী, রিয়াদ হযরত মাওলানা শোয়াইব আহমদ হযরত মাওলানা রফিক আহমদ, নিউইয়র্ক হযরত মাওলানা গোলাম কিবরিয়া, লন্ডন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক হযরত মাওলানা ড. নুরুল আবসার আজহারী, হাটহাজারী মাদরাসা সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমাওলানা মুফতি হুমায়ুন কবির, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্বদ্যিালয় সম্মানিত সদস্য হযরত মাওলানা আবু তাহের নদভী, জামেয়া ইসলামিয়া পটিয়া হযরত মাওলানা মুফতি কেফায়তুল্লাহ, মুহাদ্দিস দারুল উলূম হাটহাজারী হযরত মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী হযরত মাওলানা আবদুল্লাহ হারুন, চারিয়া মাদরাসা হযরত মাওলানা আলী ওসমান হযরত মাওলানা মুফতি বশির উল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ শফি, বাথুয়া হযরত মাওলানা আবুল হোসাইন, সমদারপাড়া হযরত মাওলানা আনোয়ারুল আলম হযরত মাওলানা রেজাউল করিম জালালী হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান হযরত মাওলানা আবদুর রহিম কাসেমী, বি.বাড়িয়া হযরত মাওলানা ক্বারী জহিরুল ইসলাম হযরত মাওলানা জামিল আহমদ চৌধুরী, মৌলভী বাজার হযরত মাওলানা বশির আহমদ মুন্সিগঞ্জ হযরত মাওলানা তফাজ্জুল হক আজিজ হযরত মাৗলানা আলী আকবর, সাভার হযরত মাওলানা আবদুর রহিম, নরসিংদী হযরত মাওলানা আবদুল কুদ্দুস, মানিকনগর হযরত মাওলানা মুূফতী আবু সাঈদ, ফরিদাবাদ হযরত মাওলানা এনামুল হক আল মাদানী হযরত মাওলানা আবদুল মুবিন হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, কিশোরগঞ্জ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হযরত মাওলানা হাফেয শোয়াইব মক্কী হযরত মাওলানা নুর হুসাইন নূরাণী হযরত মাওলানা আব্দুল মান্নান আম্বর শাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হযরত মাওলানা সাঈদ নূর, মানিকগঞ্জ হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, ফেনী হযরত মাওলানা আলী আজম, বি.বাড়িয়া হযরত মাওলানা মুফিজুর রহমান, নেত্রকোনা হযরত মাওলানা মাহমুদ শাহ, বাবুনগর হযরত মাওলানা তৈয়ব বিন হালিম হযরত মাওলানা আবদুল খালেক নিজামী হযরত মাওলানা রাশেদ বিন নুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ