Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবেল শান্তি পুরস্কার বিজয়ে বিশ্ব খাদ্য সংস্থাকে বিকাশের অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ৭:১৩ পিএম

ক্ষুধা নিরসনে বিশ্বব্যাপি অবদান রাখায় ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে অভিনন্দন জানিয়েছে বিকাশ।

ঢাকায় বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রেগান-কে ফুল দিয়ে বিকাশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, ক্ষুধা নিরসনে বিশ্বব্যাপি কাজ করা বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশী কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পেরে বিকাশ গর্বিত। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ে ডব্লিউএফপি-কে আমরা অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচীর বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা সহ প্রায় এক লাখ উপকারভোগী বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা পেয়ে থাকেন। পার্বত্য অঞ্চলের দুটি সহ মোট পাঁচটি প্রকল্পের সাথে যুক্ত আছে বিকাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ