Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অবস্থানে নিতে চাই : প্রধানমন্ত্রী

উন্নয়নের জন্য শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম | আপডেট : ১২:০৫ এএম, ১৩ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শাস্তি বজায় রাখা একান্ত ভাবে দরকার। দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একান্ত ভাবে দরকার। দেশের মানুষের শক্তিকে আমাদের উন্নয়নের কাজে লাগাতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা-কর্মচারিদের জন্য নবনির্মিত দু’টি আবাসিক ভবন এবং একটি অফিসার্স মেস-এর উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে জাতির পিতার কাঙ্খিত অবস্থানেই নিয়ে যেতে চায়, যেখানে দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে খেলে সুন্দর ভাবে বাঁচবে। শেখ হাসিনা বলেন, আমরা সেটাই করতে চাই। তাই, দেশের শাস্তি বজায় রাখা একান্ত ভাবে দরকার। জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে আমাদের রক্ষা করতে হবে। এজন্য আমাদের সকলেরই স্ব-স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে। আমাদের দেশটাকে গড়তে হবে। আমাদের প্রত্যেকের কিন্তু যার যার একটা দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে সশস্ত্র বাহিনীকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলায় জাতির পিতার বিভিন্ন পদক্ষেপসমূহেরও উল্লেখ করেন। জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকেই তার সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ইতিহাসকে জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেশের জন্য কাজ করার শিক্ষা নিজের বাবা, মায়ের কাজ থেকেই লাভ করেছি। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে শিখেছি। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, মানুষের প্রতি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে তাহলে কোনো দায়িত্বই সঠিকভাবে পালন করা যায় না।

ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ সাইফুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জেল হোসেন মিয়া অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৩ নভেম্বর, ২০২০, ২:০১ এএম says : 1
    বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বপ্ন সারথী আপনি বিশ্বের মাঝে স্বাধীনতার অদ‍্য শতাব্দীর দ্বারপ্রান্তে এসে বাংলাদেশ কে বিশ্ব দরবারে মর্যাদাবান রাষ্ট্র শক্তিশালী অর্থনীতি কাঙ্ক্ষিত স্বপ্নের উন্নয়নশীল রাষ্ট্রের প্রতিষ্টার সংগ্রামে আপনি জীবন্ত কিংবদন্তি। ঐক্যবদ্ধ জাতি শান্তি শৃংখলার মাঝেই বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হবে।ইনশাআল্লাহ। আপনি বঙ্গবন্ধুর শহীদি রক্তের বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতদ্র প্রহরী। বিশ্বের মাঝে আর্থ মর্যাদাশীল সম্মানিত জাতির বাংলাদেশের সৎ আদশ‍্যবান বিশাল প্রজ্ঞাময় বুদ্ধিদীপ্ত ক‍্যারেশম‍্যাটিক নেতা বিশ্বের প্রভাবশালী নেতা দক্ষিণ এশিয়ার শ্রদ্ধাভাজন দক্ষ নেতা। শতাব্দীর পর শতাব্দী উপেক্ষাকরে ভাগ‍্যবান জাতি দেশএই রকম নেতা পেয়ে থাকেন। আলহামদুলিল্লাহ্ আমরা পেয়েছি। আপনি আন্তর্জাতিক অঙ্গনে অনেক গুলো মর্যাদাবান পুরুস্কার পেয়ে বাংলাদেশকে।বাংলাদেশের মানুষ কে সম্মানিত করেছেন। আপনার বিশালাকার ব‍্যাক্তিদের চ‍্যালেঞ্জ আন্তর্জাতিক দাতা সংস্থাওবিশ্বব‍্যাংকের সাথে পদ্ধাসেতু। কঠিন চ‍্যালেঞ্জ বাংলাদেশ কে বিশ্বের মাঝে সম্মানিত করেছেন। নিজের অর্থায়নে আজপদ্ধাসেতু দিশ‍্যমান। বাংলাদেশের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের শান্তির বিজয়ী। আপনি ডিজিটাল বাংলাদেশের বিজয়ী। আপনি আকাশ বিজয়ী। আপনি একলক্ষ সতের বর্গ কিলোমিটারের সাগর বিজয়ী । ব্লুইকোনিমি প্রতিষ্টা হবেই আপনার মাতৃতের হাতে। এই বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হবে ইনশাআল্লাহ। শান্তির উন্নয়ন অগ্রগতি উন্নয়নশীল বাংলাদেশের জন‍্যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের কান্ডারী আপনি। আপনার প্রশংসনীয় কাজের প্রশংসা করার ক্ষুদ্র যোগ্যতা আমার নেই। নিঃস্বার্থ ভাবে মতামতের ক্ষুদ্র কলামে লিখছি।বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে। শিরোনাম বাংলাদেশ কে কাঙ্ক্ষিত লক্ষে নিয়ে যেতে চান। সবার সহযোগিতা দরকার। মাননীয় প্রধান মন্ত্রী দেশের লক্ষ কোটি মানুষের দোয়াই আপনি এগিয়ে যান। আল্লাহ্ আপনারসহায়। মহামারীতে বিশ্ব অর্থনীতি খতিগ্রস্থ মানুষের জীবন মধ‍্যবিক্তরা নির্ম মধ‍্যবিক্তরা সহ লক্ষকোটি টাকার প্রনোদনায় অর্থনীতি সচল। বিশ্ব মিডিয়া আন্তর্জাতিক গন মাধ্যমে বিশ্ব ব‍্যাংক দাতা সংস্থা বাংলাদেশের উন্নয়নের প্রশংসার শিরোনাম হচ্ছে। পাশ্ববর্তীরা আমাদের সাথে অনেক গুলো সুচকে পিছিয়ে পড়েছে এই অভাবনীয় উন্নয়নের অগ্রগতির দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় হবে উন্নত দেশ উন্নয়নশীল দেশ বিশ্বের মন্চে মাথা উচু বাঙ্গালীদের পরিচয় হবে মর্যাদাবান বাংলাদেশী। সমগ্র জাতি আপনার হাত শক্তিশালী করা পবিত্র দায়িত্ব। আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহর দরবারে। আমিন।
    Total Reply(0) Reply
  • মমতাজ আহমেদ ১৩ নভেম্বর, ২০২০, ২:০৩ এএম says : 1
    উন্নয়নের জন্য শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। ১০০% সত্য
    Total Reply(0) Reply
  • Jobayer Hossain ১৩ নভেম্বর, ২০২০, ৬:০৯ এএম says : 1
    বাংলার মূল উন্নয়নের সুত্রপাত ঘটেছিলো জাতির জনক শেখ মুজিবর রহমানের হাত দরেই।আর তার বাস্তবায়নে রুপ দিচ্ছে আমাদের প্রন প্রিয় নেত্রী বঙ্গ কন্যা শেখ হাসিনা। নেত্রীর জন্য শুভ কামনা রইলো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
    Total Reply(0) Reply
  • Niranjan Debnath ১৩ নভেম্বর, ২০২০, ৬:১০ এএম says : 1
    অনেক অনেক অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতী মানুষের
    Total Reply(0) Reply
  • Unus Ali ১৩ নভেম্বর, ২০২০, ৬:১০ এএম says : 1
    Mother of humanity.
    Total Reply(0) Reply
  • Osman Gani Chowdhury ১৩ নভেম্বর, ২০২০, ৬:১০ এএম says : 1
    মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় অজীবন থাকুন, আমাদের সমস্যা নাই।আমরা চাই দেশের উন্নয়ন আপনার হাতে দেশের উন্নয়ন হোক তা আমরা কামনা করি।তবে আপনার দলের সন্ত্রাসী চাঁদা বাজ দখলদার দুর্নীতিবাজ এগুলো নির্মুল করুন।ওদের কারণে আজ দেশবাসীকে অতিষ্ট।
    Total Reply(0) Reply
  • Shakib Raj ১৩ নভেম্বর, ২০২০, ৬:১২ এএম says : 1
    শেখ হাসিনা আপার সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ