পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদরাসায় সহকারী লাইব্রেরিয়ান/ক্যাটালগার নিয়োগের বাধা কেটে গেছে। হাইকোর্টের স্টে ওর্ডারের কারণে এখন এই পদে নিয়োগ দিতে পারবে মাদরাসাগুলো। এর আগে মাদরাসাগুলোতে সহকারী লাইব্রেরিয়ান/ক্যাটালগার নিয়োগের জন্য ২০১৮ সালের জনবল কাঠামোতে পৃথক শর্তযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। জনবল কাঠামোর শর্ত অনুযায়ী, মাদরাসার ওই পদে নিয়োগ পেতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই ফাযিল পাস ও লাইব্রেরি সায়েন্স ডিগ্রিধারী হতে হবে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাদরাসায় যেহেতু আরবি, কোরআন, হাদীস ফিক্হ, উসুলে ফিক্হসহ বিভিন্ন বিষয় আরবিতে পড়ানো হয় এবং এর বইগুলোও আরবিতে লেখা এজন্য সহকারী লাইব্রেরিয়ান/ক্যাটালগার নিয়োগে ফাজিল পাস শর্ত আরোপ করা হয়। কিন্তু এই সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষায় শিক্ষিতরা বঞ্চিত হচ্ছেন অভিযোগ করে ৫০ জনের অধিক সাধারণ শিক্ষায় শিক্ষিতগণ হাইকোর্টে একটি রিট আবেদন করে।
ঐ রিটের ফলে এই নিয়োগে স্থগিতাদেশ প্রদান করে হাইকোর্ট। পরবর্তীতে উক্ত রিটের বিবাদী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শুনানি করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২১ সালের ২৭ জুন পর্যন্ত আগের আদেশকে স্থগিতাদেশ দেয়। এর ফলে মাদরাসার সহকারী লাইব্রেরিয়ান/ক্যাটালগার পদে জনবল নিয়োগ দিতে পারবে মাদরাসাগুলো।
সময়োপযুগি সঠিক এ সিদ্ধান্তের জন্য এবং মাদরাসার সহকারী লাইব্রেরিয়ান/ক্যাটালগার নিয়োগের বাধা নিরসনে আন্তরিকতার সাথে কাজ করায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।