Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৬:২৩ পিএম

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেনের শিক্ষকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)। লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান এম ইকবাল রাহার চৌধুরী বলেন, গত ১৬ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই সঙ্গে সঙ্গে কিন্ডারগার্টেনগুলো বন্ধ ঘোষণা করি। যা আজও বন্ধ আছে। আরো কত দিন বন্ধ থাকবে জানা নেই। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা টিউশন ফি দিচ্ছে না। ফলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা হয়েছে। কিছু প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের দাবি দু’টি মেনে নেন।

সংগঠনের মহাসচিব মো. সাফায়েত হোসেন বলেন, অফিস থেকে শুরু করে বিনোদন পার্ক পর্যন্ত খোলা হয়েছে। শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকছে না। তবে শুধুমাত্র কিন্ডারগার্টেন বন্ধ থাকায় আমরা মানবেতন জীবন যাপন করছি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন হাবিব উল্লাহ, এ বি সিদ্দিক, আনিসুর রহমান, শাওন আহমেদ, তাহেরা আক্তার ডলি প্রমুখ।



 

Show all comments
  • গনি ১০ নভেম্বর, ২০২০, ১০:৩৫ পিএম says : 0
    জীবনের চেয়ে টাকার দাম বেশি!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ