পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গ কার্টুণের প্রতিবাদে রাজধানীর নয়াবাজার ফ্রেন্স রোডে শুক্রবার বাদ জুমা প্র্রতিবাদ সভা ও মানবন্ধনের মাধ্যমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের মুছল্লীদের নিয়ে বাংলাদেশ আহলেহাদীস জামাআত ও বাংলাদেশ আহলেহাদীস ছাত্র্রসমাজ ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলেহাদীস জামাআতের কেন্দ্রীয় নায়েবে আমীর ড. মুহাম্মদ মোসলেহ উদ্দিন। তিনি প্রশ্ন তুলে বলেন, পৃথিবীর সেরা নবী, যাকে মহান আল্লাহ রহমত ও শ্রেষ্ট্যত্ব দিয়ে পাঠিয়েছেন সেই মহাসম্মানিত মহানবী সা. এর প্রতি ব্যঙ্গ-বিদ্রুপ করার অধিকার ফ্রান্সকে কে দিয়েছে? তিনি ফরাসী পণ্য বর্জনের আহবান জানিয়ে ফ্রান্সকে ব্যঙ্গ কার্টুণ অপসারণ ও দ্রুত নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন।
ঢাকা জেলা সংগঠনের সভাপতি হাফিজ প্রিন্সিপাল আবদুস সামাদ মাদানীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এস এম আবদুল লতিফ, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম ও ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকারিয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।