Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীত নামানো বৃষ্টির পর তাপমাত্রা ১৪ ডিগ্রি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

কার্তিক মাস তথা হেমন্ত ঋতু তৃতীয় সপ্তাহ অতিক্রম করছে আজ শুক্রবার। গেল সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ও মৌসুমী বায়ুর বিদায়কালে উপকূলীয় জেলাগুলো থেকে শুরু করে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে কমবেশি ‘অসময়ে’ বৃষ্টিপাত হয়। গত দু’তিন দিনে মেঘ-বৃষ্টির ঘনঘটা পুরোপুরি কেটে গেছে। গতকাল সমগ্র দেশ ছিল বৃষ্টিবিহীন দিন।

সেই ‘শীত নামানো’ বৃষ্টিপাতের পর গতকাল বৃহস্পতিবার দেশের অধিকাংশ স্থানে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে গেছে। রাজধানী ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাটে ১৪ ডিগ্রি সে.। আসছে সপ্তাহে দেশের অনেক জেলায় তাপমাত্রা আরও নীচে নামতে পারে এমনটি জানা গেছে পূর্বাভাসে।

গতকাল রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রিতে ঘোরাফেরা করে। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে রাতের সর্বনি¤œ তাপমাত্রা ২০ ডিগ্রির কিছুটা ঊর্ধ্বে। তবে ঢাকাসহ অন্যান্য বিভাগে রাতের সর্বনি¤œ তাপমাত্রা ২০-এর নিচে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা (দিনের) ছিল ঢাকা ও চাঁদপুরে ৩২.৪ ডিগ্রি সে.।

আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সার্বিকভাবে সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা।
পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা হ্রাস পেতে পারে। এরপরের ৫ দিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে এখন লঘুচাপ-নি¤œচাপ নেই। লঘুচাপ সৃষ্টি হলে পাল্টে যেতে পারে তাপমাত্রা ও আবহাওয়ার মতিগতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ