Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁকে চরম মূল্য দিতে হবে-বিক্ষোভ সমাবেশে উলামা পরিষদ

মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৯:১৭ পিএম

মহানবী (সা.) কে অবমাননার দরুণ ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাখোঁকে চরম মূল্য দিতে হবে। নবী (সা.) ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলিম উম্মাহকে ফ্রান্সের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ এবং দেশটির সকল পণ্য বর্জনের ঘোষণা দিতে হবে।
আজ বুধবার শরীয়তপুরের পৌর অডিটোরিয়াম ময়দানে শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে উলামা উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খানের সভাপতিত্বে এবং মাওলানা ইদরীস কাসেমী ও মাওলানা মুঈনুদ্দীন কাসেমী পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামীর শীর্ষ নেতা মাওলানা জিয়াউল হক কাসেমী,মাওলানা আবু বকর, মাওলানা জালাল আহমাদ ও মাওলানা শাব্বির আহমাদ।
বিক্ষোভ মিছিলটি সকাল ১০ টায় পালং উত্তর বাজার জামে মসজিদ চত্তরে জমায়েত হয়। তারপর মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারী মুসল্লিরা মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে নানা শ্লোগান দেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধর্মদ্রোহী শাস্তির আইন না থাকায় ফ্রান্সের সূত্র ধরে এদেশে আল্লাহ, মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি অব্যাহত রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় উগ্রবাদী মহানবী (সা.)কে নিয়ে কটুক্তি করে যাচ্ছে। তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এধরণের কটুক্তি কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি অবিলম্বে আল্লাহ ও রাসূল (সা.) এর বিরুদ্ধে কটুক্তির শাস্তির আইন পাশ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আইন না থাকায় বার বার এধরণের ঘটনা ঘটছে।
আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতী মোস্তফা কামাল, মাওলানা মশিউর রহমান, মাওলানা হারুনুর রশিদ ও মুফতী রুহুল আমীন। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী বন্ধ করতে হবে। ফ্রান্সে বন্ধকৃত সকল মসজিদগুলো অবিলম্বে খুলে দিতে হবে। মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের দায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারাবিশ্বে যে প্রতিবাদের আগুন জ্বলছে তা নিভবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ