Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন ড. মোমেন

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৬:৪৮ পিএম

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ানেকে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, কোনো ধর্মই হত্যাকা-কে সমর্থন করে না।
মন্ত্রী আরো উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটি আমাদের দীর্ঘদিনের নীতি।
বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, তিনি তার ফরাসি প্রতিপক্ষ জিন-ইয়ভেস লে ড্রিয়ানের কাছে একটি চিঠি লিখেছেন।
ড. মোমেন বলেন, টেকসই উন্নয়নের জন্য বিশ্বজুড়ে শান্তি প্রয়োজন। প্রত্যেকেরই সংবেদনশীলতা থাকে। আমরা এটি সম্পর্কে খুব সচেতন।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী বলে তারা কারো মতামত ও মত প্রকাশের স্বাধীনতায় বাঁধা দেয় না।
ড. মোমেন বলেন, স্বাধীনতার সাথে একটি বাধ্যবাধকতা রয়েছে এবং বাংলাদেশ নেতিবাচক কিছু প্ররোচিত করে না। ধর্ম ও ব্যবসায় মিশ্রিত হওয়া উচিত নয়।



 

Show all comments
  • Noor Mohammad ৪ নভেম্বর, ২০২০, ৯:০৩ পিএম says : 0
    কি এমন চিঠি সমস্যা সম্বন্ধে কি বল্লেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ