পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ট্রলারে চেপে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হওয়া তরুণ দিপক দাসের লাশ পাওয়া গেছে। গতকাল দুপুরে ঘটনাস্থলের অদূরে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। গত সোমবার রাত ৮টার দিকে নগরী সংলগ্ন যমুনা অয়েল ডিপো এলাকায় ট্রলার থেকে কীর্তনখোলায় পড়ে গিয়ে দিপক দাস নিখোঁজ হয়েছিলেন। তিনি নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মিন্টু দাসের ছেলে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, যমুনা অয়েল ডিপোর পন্টুন থেকে প্রায় ২০০ গজ দূরে নদীর তলদেশে দিপক দাশের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উল্লেখ্য, দিপক দাসসহ প্রায় ১৫ জন এক বন্ধুর জন্মদিন পালনের জন্য ট্রলারে ঘুরতে বের হয়। রাত ৮টার দিকে কেক কাটা শেষে ফটো সেশন করার সময় দিপক নদীতে পড়ে তলিয়ে যায়। দিপকের বন্ধু রিয়াদ জানান, তার জন্মদিন পালন করার জন্য বন্ধুরা ট্রলার ভাড়া করেছিল। দিপক নদীতে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের জন্য আরও দুই বন্ধু নদীতে ঝাঁপিয়ে পড়লেও তাকে রক্ষা করতে পারেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও দিপকের সন্ধান পায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।