পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হানার কারণে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ফ্রান্সের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের পণ্য বর্জন অব্যাহত রাখতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতি ভারতের মোদি সমর্থন দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এজন্য মোদিও একই দোষে দোষী সাব্যস্ত হয়েছে। এজন্য মোদি সরকারকেও চরম খেসারত দিতে হবে।
দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা দক্ষিণ কেরাণীগঞ্জের কালিগঞ্জ জোড়াব্রীজে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী করীম (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন। বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আলহাজ সুলতান আহমাদ খান, ডা. কামরুজ্জামান, হাসমত আলী, মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, এইচএম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, শ্রমিকনেতা শামীম খান, মুহাম্মদ শাহীন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম প্রমুখ। পরে একটি বিশাল মিছিল জোড়াব্রীজ থেকে কদমতলী চৌরাস্তা প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হন। মিছিলে হাজার হাজার ঈমানদার জনতা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।