Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে মিলাদুন্নবীতে সোশ্যাল মিডিয়ায় নবীবন্দনা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৬:০৮ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালামে সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। দিনটি উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের জীবনী চর্চায় মত্ত হন ধর্মপ্রাণ মুসলমানরা। পাশাপাশি তারা পরস্পর শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জীবনের সর্বক্ষেত্রে নবীজীর পূর্ণ অনুসরণের প্রতি আহ্বান জানানো হয় অগণিত পোস্ট থেকে।

এ দিন এমন এক মহামানবের আবির্ভাবের দিন, যে কোনো বিচারেই যাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কারোর আবির্ভাব ঘটেনি এই পৃথিবীগ্রহে। যাঁর প্রভাব তাঁর কর্মকালে, জীবদ্দশায় যেমন তৎকালীন দুনিয়া অনুভব করেছে তেমনি ১৪শ’ বছর পরেও বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। প্রলয়দিন পর্যন্ত সম গুরুত্বের সঙ্গে তা অনুভূত হতে থাকবে। তাইতো বিশ্ব মানবতার এই মুক্তির দূতের আদর্শ চর্চায় আজ সরব ছিল সামাজিক যোগোযোগ মাধ্যমগুলো।

ফেসবুকে ইয়াসিন মুন্সি লিখেছেন, ‘‘আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিনটি পালন করা হচ্ছে। এই আজকের পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে তা পরিপূর্ণতা হবে না। বরং তাঁর গুণাবলী অর্জন এবং তা সর্বক্ষেত্রে তার বহিঃপ্রকাশ করার মাঝেই তাঁকে প্রকৃত ভালোবাসা নিহিত। নবীজিকে ভালোবাসা মানে তাঁর কোনো উম্মতকে কষ্ট, ক্ষতি, অকল্যাণ তথা হক্ নষ্ট না করা। তাঁর প্রকৃত উম্মত হতে হলে, তাঁকে খুশি করতে হলে তাঁরই মতো কর্ম ও আচরণ করা উচিত। সকলের মঙ্গল কামনায়। সৃষ্টিকর্তা সকলের প্রতি সহাই হোক।’’

সাব্বির খান সোহেল লিখেছেন, ‘‘শুভ জন্মদিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সা:)। মানবতার সর্ব উত্তম আদর্শ, চরিত্র ও আচরণের দিক দিয়ে যিনি ছিলেন সর্বকালের সেরা মানুষ। যার তুলনা কেবল তিনিই। যার সার্টিফিকেট স্বয়ং সৃষ্টিকর্তা দিয়েছেন- তিনি বলেছেন, " নিশ্চয়ই রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ।" __সূরা আহযাব, আয়াত: ২১। তাঁর এই জন্মদিনে রইলো আত্মার অন্তর স্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারক বাদ। মহান আল্লাহ পাকের নিকট একটাই প্রার্থনা তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করেন এবং ইসলাম ও রাসূল মুহাম্মদ (সা:) বিদ্বেষী লোকদের সঠিক জ্ঞান দান করেন, যাতে তারা সঠিক পথের দিকনির্দেশনা গ্রহণ করে, নিজেদের ভুল বুঝতে পারেন।’’

মোহাম্মাদ রাজিব লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ।আজ ১২ই রবিউল আউয়াল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর শুভ জন্মদিন। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভে আমাদের দাবি বাংলাদেশের মানুষ ফ্রান্সের পণ্য বয়কট করুন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ