Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড কমার্শিয়াল ভার্চুয়াল প্রশিক্ষণ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ৫:৪২ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) এএমএল ও এটিএফ ডিভিশন শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী ‘এন্টি মানি লন্ডারিং (এএমএল) এন্ড কমব্যাটিং দি ফিন্যান্সিং অফ টেররিজম’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষন আয়োজন করে। রোবাবর (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভার্চুয়াল প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ কামরুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর এএমএল ও এটিএফ ডিভিশনের প্রধান, ডিসিএএমএলসিও ও এসভিপি মো. ইসতিয়াক আহমেদ।

ইউসিবি’র বিভিন্ন শাখার বিএএমএলসিও, শাখা কমপ্লায়েন্স কমিটির সদস্যরা, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্যরা, বিভিন্ন ডিভিশনের উর্দ্ধতন কর্মকর্তাসহ প্রায় ১০০ এর অধিক কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ইউসিবি-এর এএমএল ও এটিএফ ডিভিশন কোভিড ১৯ সময়কালে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এই প্রশিক্ষণ আয়োজন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ