Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাফত মজলিসের নেতা সৈয়দ আতাউর রহমানের ইন্তিকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ৭:৪৫ পিএম

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক আলহাজ¦ সৈয়দ আতাউর রহমান (৮৫) আজ শনিবার সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না ল্লিাহি ওয়া ইনন্না ইলাইহি রাজিউন। তিনি বার্দ্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা আজ বাদ আসর মরহুমের গ্রামের বাড়ী সৈয়দপুরে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মরহুমের ছেলে সৈয়দ মবনু। জানাজা ও দাফনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. এ এ তাওসিফ, সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বেলাল, বরুনার পীরের সাহেবজাদা মাওলানা আবদুর রহমান আসজাদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগরী সহসভাপতি আবদুল হান্না তপাদার, মাওলানা তাজুল ইসলাম হাসান, মরহুমের ছেলে সৈয়দ ফখনু, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন শতশত মুসল্লি শরীক ছিলেন। শোক: সৈয়দ আতাউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সৈয়দ আতাউর রহমানের বাতিলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ