Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পর্শি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে আহত জাহানারা বেগম (৪৩) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
আহত জাহানারা বেগম জানান, একই এলাকার নূর মোহাম্মদ, শফিকুল ইসলাম ওরফে ইয়াবা শফি, তারেকুল ইসলাম তারেক, রাশিদুল ইসলাম রাশেদের সঙ্গে অনেক দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে জাহানারা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে জাহানারা বেগম বাধা প্রদান করলে হামলাকারীরা তাকে এলোপাতারিভাবে পিটিয়ে জখম করেন। এ সময় ছেলে মেহেদী হাসান ও মেয়ে রত্মা আক্তার বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করেন। এ সময় হামলাকারীরা জাহানারা বেগম ও মেয়ে রত্মা আক্তারকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পরে প্রতিপক্ষের লোকজন নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ