পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, বিরোধী দলের নেতাদের সভা সমাবেশে হামলা এই ভোটারবিহীন সরকারের সংস্কৃতি। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জের রূপশীতে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না ও তৈমুর আলম খন্দকারকে আহত করা এবং অনুষ্ঠান মঞ্চ ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, সভা-সমাবেশ-আলোচনা সভা করার অধিকার জনগণের সাংবিধানিক অধিকার। বিরোধী পক্ষের অনুষ্ঠানে হামলা পরিচালনা গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি ও চেতনার পরিপন্থি। বিবৃতিতে তিনি হামলার সাথে যুক্ত দায়ী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।