পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৮ অক্টোবর ঢাকা-রোম একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আজ মঙ্গলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ইতালিতে আবাসন পারমিট সাপেক্ষে বাংলাদেশিদের ওপর গত সপ্তাহে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার পর বিমান এ সিদ্ধান্ত নিয়েছে।
মোকাব্বির হোসেন জানান, বুকিংয়ের জন্য বিমানের টিকিট বিক্রি কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। গত ১২ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছিলেন, বাংলাদেশিদের 'আগের আচরণ' ও কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গের আশঙ্কার কারণে ইতালি বাংলাদেশি নাগরিকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবেশ করতে দেবে না। তার দুদিন পরে তিনি জানান, ইতালিতে থাকার অনুমোদনের বৈধতা থাকা বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি। যাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।
বিমান ছাড়াও টার্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ ও আমিরাত সম্প্রতি বাংলাদেশি যাত্রীদের ইতালি নিয়ে যাওয়া শুরু করেছে। চারটি এয়ারলাইন্সের মধ্যে কেবল বিমানই ঢাকা থেকে রোম সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। প্রায় ১৫ হাজার বাংলাদেশি বর্তমানে ইতালি ফেরার অপেক্ষায় রয়েছেন। ইতালিতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের প্ল্যাটফর্ম ইতালি হেল্প সেন্টারের এক কর্মকর্তা বলেন, যদিও ইতালিতে ফ্লাইট শুরু হয়েছে। তবে, ১৫ হাজার বাংলাদেশির বেশির ভাগেরই সে দেশে আবাসনের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ফিরতে পারছেন না। বেসামরিক বিমান চলচল কর্তৃপক্ষের কোভিড-১৯ বিধি নিষেধের কারণে ফ্লাইটগুলো সর্বোচ্চ ২৬০ জন যাত্রী বহন করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।