Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদর্শিক ঐক্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৭:০৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক ঐক্যে বিশ্বাসী নয়। আদর্শিক বা ফলপ্রসূ ঐক্য হলে ইসলামী আন্দোলন কেবল সে ঐক্যেই থাকবে। ক্ষমতার অংশিদারী, দলের অংশিদারী বা গতানুগতিক ঐক্যে বিশ্বাসী নয়। ইসলামী আন্দোলনের সূচনাই হয়েছিলো ঐক্যের ভিত্তিতে এবং এ দল একটি ঐক্য প্রয়াসী দল। আদর্শিক ও ফলপ্রসূ ঐক্য ছাড়া কেবল মঞ্চের ঐক্য দ্বারা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, যারা ইসলামী আন্দোলনকে ঐক্যবিরোধী বলে সাব্যস্ত করতে চায়, তারা ইসলামী আন্দোলনের ঐক্যের মূলনীতি সম্পর্কে জানে না। আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি মু. শফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জেহাদী, আলহাজ্ব আলী হোসেন কাজল মাস্টার, মুফতী মাসুম বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও মহানগর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মুফতী ফয়জুল করীম বলেন, নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোন ঐক্য করলে সে ঐক্যে আমরা নেই। কাজেই ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রচলিত মানবরচিত সংবিধানের কারণে দিন দিন অশান্তি বেড়েই চলছে। সর্বত্র অশান্তি বিরাজ করছে। আইনের শাসন, প্রভাবমুক্ত প্রশাসন ছাড়া শুধু আইনের পর আইন পাস করলে তাতে কোন লাভ হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া শান্তির আশা করা যায় না। তিনি সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান। ইসলামী আন্দোলন ঢাকা জেলা : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে জনগণ দিশেহারা। চাল, ডালসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য দুই-তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ, মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তের মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। নেতৃদ্বয় বলেন, এজন্য দায়ি হচ্ছে সিন্ডিকেট। করোনায় সাধারণ মানুষের জন্য আরেক দফা আপদ হয়ে এসেছে বাজারের বাড়তি দাম। করোনার কারণে মানুষ ঠিকভাবে বেতন পাচ্ছে না, ব্যবসা মন্দা, কাজকর্ম নেই। তার ওপর নিত্যপণ্যের দাম বাড়ায় এখন দিশেহারা অবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ