Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৪

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নগরীর দেওয়ানহাট এলাকায় একটি বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টায় দেওয়ানহাট মির বাড়ির কাছে একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্যাঙ্কির গ্যাস থেকে পানির মোটরের ইলেকট্রিক বোর্ডে স্পার্কের সাথে বিস্ফোরণে আগুন ধরে যায়। 

আহতরা হলেন- মো. বাবুল, শাহ আলম, অবুঝ মিয়া ও নজরুল আলম। এদের সবাইকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, ওই ভবনে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় সেখানে জমে থাকা গ্যাস ও পানির পাম্প বিস্ফোরিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ