Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপের হাই কমিশনার-এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৭:৪২ পিএম

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার আইশাথ শান শাকির রোববার (১৮ অক্টোবর) রাজধানীর মতিঝিলে নতুনভাবে সংস্কারকৃত এফবিসিসিআই আইকনে, এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের) সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি মালদ্বীপের হাইকমিশনারকে এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ সম্পর্কে অবহিত করেন। যার মধ্যে আছে এফবিসিসিআই এডিআর সেন্টার, টেক সেন্টার, স্কিল ল্যাব, এফবিসিসিআই ইনস্টিটিউট, এফবিসিসিআই ইউনিভার্সিটি, ইকোনমিক অ্যান্ড অ্যাপ্লায়েড রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ওয়ার্কশপ/সেমিনার/স্কিলস অডিটোরিয়াম ও বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে তাল মিলিয়ে ফেডারেশনের সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি ও এসডিজি ২০৩০ বাস্তবায়নের রোডম্যাপ ইত্যাদি

পরিদর্শনকালে এফবিসিসিআই সভাপতি মালদ্বীপের হাই কমিশনানের সঙ্গে করোনা মহামারিতে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই’র উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক কর্মকা- তুলে ধরেন। পাশাপাশি তারা পর্যটন ও সমুদ্র অর্থনীতির বিষয়ে উভয় দেশের দ্বিপাক্ষিক ভ্যালু চেইন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ