Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ শতাংশ মহার্ঘ ভাতা ও নতুন জাতীয় বেতন-স্কেল দাবী

তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৬:৪৯ পিএম

সর্বশেষ ২০১৫ সালে ৮ম জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত পাঁচ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির প্রায় ৬৫ শতাংশ মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারী কর্মচারীরা অর্থকষ্টে জীবন যাপন করছেন। বিগত পাঁচ বছরে বাৎসরিক ৫ শতাংশ হারে মোট ২৫ শতাংশ বেতন বৃদ্ধি হলেও অবশিষ্ট ঘাটতি ৪০ শতাংশ অন্তবর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদান, চিকিৎসা ভাতা ৩ হাজার টাকায় উন্নীতকরণ, নতুন জাতীয় (৯ম) বেতন স্কেল প্রদান, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দফতর, প্রতিষ্ঠান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটরসহ সমমানের সমমর্যাদার কর্মচারীদের পদবী প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও বেতনস্কেল, প্রযোজ্য ক্ষেত্রে স্বপদে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতনস্কেল, ডিপ্লোমা নার্সদের ন্যায় সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান ও বেতন স্কেল প্রদানের জোড় দাবী জানানো হয়।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ‘জুম ভার্চুয়াল’ সভা অনুষ্ঠিত হয়েছে। খামারবাড়ীস্থ আ ক ম গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে আয়োজিত মূল সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রোববার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া করা হয় এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ (ভিশন ২০২১: ডিজিটাল বাংলাদেশ) মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করার যে ভিশন ও মিশন এর কর্মসূচি হাতে নিয়েছেন প্রজাতন্ত্রের ৩য় শ্রেণীর কর্মচারীরা প্রধানমন্ত্রীর এ নির্দেশনা প্রতিপালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সমিতির ৫ম দ্বি-বার্ষিক জাতীয় প্রতিনিধি সম্মেলন আগামী ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। সে লক্ষ্যে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ এবং সহ-সভাপতি ও বিজি প্রেস কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান-কে যথাক্রমে আহ্বায়ক ও সদস্য-সচিব করে ৯ সদস্য-বিশিষ্ট একটি ‘সাবজেক্ট কমিটি’ গঠন করা হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহ্ফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জুম ভার্চুয়াল’ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. শফিউল হক; মহাসচিব মো. লুৎফর রহমান; কার্যকরী সভাপতি মো. আব্দুল কাদের, মো. ছালজার রহমান; সহ-সভাপতি মো. নূরুন্নবী, মো. নজরুল ইসলাম, মো. রায়হান উদ্দিন চৌধুরী, মো. আসাদুজ্জামান, মো. তায়জুল ইসলাম, মো. সুরতুজ্জামান; যুগ্ম মহাসচিব মো. সেলিম মোল্লাহ, তাপস কুমার সাহা, মো. আব্দুল ওয়াদুদ, মো. মনির হোসেন বাবু, মো. মজিবুর রহমান খান, মো. জাহাঙ্গীর হোসেন, হাফেজ আহমেদ, মো. খতিবুর রহমান; অর্থ সম্পাদক মো. হারেছ; সহকারী মহাসচিব মো. মনিরুল ইসলাম, মো. মফিজুল ইসলাম পিন্টু, শফীকুল ইসলাম, মারজাহান আক্তার নিপা, মো. ইউসুফ, মো. সেলিম রেজা, মো. জালাল উদ্দিন; সাংগঠনিক সচিব মো. মনিরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল জলিল, মো. মনির হোসেন; ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন; কার্যকরী সভাপতি মো. ওয়াহিদুজ্জামান; সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মামুন; অতিরিক্ত সাধারন সম্পাদক মো. এনামুল হক; সাংগঠনিক অঞ্চল-৬ এর সভাপতি মো. হুমায়ুন কবির, ৫-এর সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক, ৭-এর সাধারন সম্পাদক সায়মা আক্তার সীমা, ৮-এর সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, ১১-এর সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ১-এর সাধারন সম্পাদক আখতারুল ইসলাম, ৯-এর সাধারন সম্পাদক মো. সোহেল; ডিএমপি’র মো. লুৎফর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ