পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ডিএসকে এবং ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) বিকালে বারিধারা নয়ানগর চার্চ, ডি’ মাজেনড সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার বানিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায় এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম (বাসেক), ডিএসকে’র পরিচালক স্বাস্থ্য ডাঃ মাহাবুবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক অখিল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন আরবান প্রোগ্রামের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার জোয়ান্না ডি রোজারিও। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এর আরবান কর্মসুচির প্রধান ও উপ-পরিচালক মঞ্জু মারীয়া পালমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনি রোজারিও।
‘সকলের হাত সুরক্ষিত থাক’ এ বছর দিবসের প্রতিপাদ্য প্রচারনায় অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সিবিও এর নেতৃবৃন্দ, শিশু ও ইয়্যুথ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী উত্তম কুমার রায় বলেন, ঢাকা ওয়াসা আপনাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তিনি নি¤œ আয়ের জনগনের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ডিএসকে ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের অবদানের জন্য ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে মঞ্জু মারীয়া পালমা বলেন, হ্যান্ড ওয়াশিং ডিভাইস দেওয়া অসম্ভব না তবে সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যাবস্থা করলে আমরা হ্যান্ড ওয়াশিং ডিভাইস দিতে পারি। তিনি আবারও উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।