Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানিয়ারচরে সেনা টহলে ইউপিডিএফ’র সশস্ত্র হামলা ১ সেনা গুলিবিদ্ধ : ২ সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর টহলবোটে গুলি চালিয়েছে পাহাড়িদের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ’র সন্ত্রাসীরা। মঙ্গলবার পাঁচটার সময় উপজেলা সদরের খারিক্ষণ এলাকার রউফ টিলায় চলন্ত স্পিড বোটে এই হামলায় সেনাবাহিনীর সদস্য শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র নিশ্চিত করেছে। আহত সৈনিক সেনা ইউনিট ২০ বীর এ কর্মরত ছিল বলে জানা গেছে।

এই হামলার পরবর্তী আত্মরক্ষার্তে সেনাটহলদল কর্তৃক পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা দুই জনই পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ’র সক্রিয় কর্মী এবং ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক অস্ত্র একে-২২ এসএমজি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র।

রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবীর-পিপিএম-সেবা দুইজন নিহত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন নিহত একজনের নাম রকেট চাকমা জানতে পারলেও অপরজনের নাম এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।

হামলার ঘটনার পরপরই আহত সৈনিককে রাঙামাটিস্থ রুমা সিএমএইচ এ নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় হেলিকপ্টারের সহায়তায় চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমান তিনি আশঙ্কামুক্ত আছেন বলে বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিকেলে একজন মেজরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম স্পিড বোটযোগে রউফ চত্বরে বিশেষ অভিযানে যায়। বিকেল পাঁচটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অপর একটি স্পিড বোটযোগে বিপরীত দিক থেকে এসে কোনো কিছু বুঝে উঠার আগেই সেনাটহল দলটির ওপর গুলি চালাতে থাকে। এ সময় বোটে থাকা এক সেনা সদস্যের বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে বগলের পেছন থেকে বের হয়ে যায়। প্রসিত গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা এ সময় ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



 

Show all comments
  • Jack Ali ১৪ অক্টোবর, ২০২০, ১১:৩০ এএম says : 0
    Bangladesh must fight and kill all the terrorist in Hill tract.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ