Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধু আইন করলেই হবে না;আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ৮:৫৬ পিএম

সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নামের এক যুবক নিহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে খেলাফত মজলিস। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ নামরে এক যুবককে ধরে দশ হাজর টাকা দাবি করে মর্মান্তিভাবে নির্যাতন করে হত্যার যে ঘটনা ঘটেছে তা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। যারা জনগণের নিরাপত্তা বিধান করবে তারাই আজ জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশে ধর্ষণ, গুম, হত্যা নির্যাতন আজ ভয়াবহ আকার ধারণ করেছে। রায়হান হত্যার সাথে জড়িত থাকার কারণে ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হলেও এখন বলা হচ্ছে তারা পলাতক রয়েছে তাই তাদের গ্রেফতার করা যাচ্ছে না। এটা এক ধরণের তামাশা। জনগণের সাথে এহেন তামাশা বন্ধ করতে হবে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। আজকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে যে আইন করা হয়েছে তার সঠিক প্রয়োগ না হলে কোনভাবেই পৌশাচিক অপরাধ নির্যাতন কমবে না।
বিবৃতিতে নেতৃদ্বয় সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান হত্যায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে চলমান ধর্ষণ, গুম, হত্যা নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ