পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সঙ্গে সোমবার (১২ অক্টোবর) এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাতে ডিএসই চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধি দল পেশা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলাপ করেন। এতে সকল লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট প্রয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। ডিএসই চেয়ারম্যান এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ^াস দেন।
আইসিএমএবি প্রতিনিধি দলে ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) এর ভাইস প্রেসিডেন্ট এবং আইসিএমএবি সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, সেক্রেটারি মো. মুনিরুল ইসলাম এফসিএমএ, ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ, ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম জাকারিয়া হোসেন এফসিএমএ এবং সদস্য মান্নান বেপারী এসিএমএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।