পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
১০ মাসের শিশুপুত্রকে একটি চেয়ারে বসিয়ে দিয়ে সটকে পড়েন নিষ্ঠুর মা। কিছুক্ষণ পর শুরু হয় শিশুটির কান্না। এ দৃশ্য দেখে এগিয়ে যান এক মহিলা। তিনি দীর্ঘসময় ধরে ওই শিশুর মাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ শিশুটিকে তার নানীর কাছে ফিরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া স্টারলাইন বাস কাউন্টারে। শিশুটির নাম মো. আবদুর রহিম। তার মায়ের নাম ফিরোজা বেগম (২৫)।
পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান বলেন, পার্বত্য জেলা বান্দরবানের লামার বাসিন্দা ওই মহিলা শিশুটিকে নিজের কাছ থেকে সরিয়ে দিতেই এ কান্ড করেন। তবে আমরা তাকে উদ্ধার করে তার নানীর কাছে পৌঁছে দিয়েছি। ওসি জানান, শিশুটির জন্মের আগে তার বাবা ফিরোজাকে ছেড়ে যান। এরমধ্যে অপর একজনের সাথে ফিরোজার সম্পর্ক গড়ে উঠে। আর এ কারণেই শিশুটিকে সে দূরে সরিয়ে দিতে বান্দরবান থেকে এ বাস কাউন্টারে এনে রেখে চলে যান। শিশুটির কিছু কাপড়-চোপড়ের সাথে তার টিকার কার্ড পাওয়া যায়। কার্ডের সূত্র ধরে পুলিশ তার মায়ের নাম-ঠিকানা উদ্ধার করে।
শিশুর মায়ের নাম ও ঠিকানা বান্দরবানের লামা উপজেলায় বলে নিশ্চিত হওয়ার পর লামার স্থানীয় ওয়ার্ড সদস্যের মাধ্যমে নগরীতে শিশুটির স্বজনদের ঠিকানা বের করা হয়। পরে শিশুটিকে নানী হোসনে আরা বেগমের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শিশুটির খালা-খালুও উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, শিশুটির মা তাকে রাখতে না চাইলে তারা নিজেরাই শিশুটিকে লালন-পালন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।