পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে নিখোঁজ চিকিৎসক মো. লোকমান হোসেনকে (সাফফিন) গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, ওই চিকিৎসক জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন, বাংলাদেশের সদস্য। গতকাল সোমবার ভোরে তাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, বরিশালের মুলাদীতে গত বছরের ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। চিকিৎসক লোকমান হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর বরিশালে পাঠিয়ে দেয়া হয়েছে।
ওই চিকিৎসকের স্বজনেরা বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে র্যাব পরিচয়ে একদল লোক তুলে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিলেও তাদের গায়ে ছিল সাদা পোশাক। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।