পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর দোলাইপাড় চত্বরে ভাস্কার্যের নামে কোনো মূর্তি নির্মাণ নয়; বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপন করুন। কোন মুসলমান মূর্তি স্থাপনে সহায়তা করতে পারে না। একটি চক্র সরকারের ভাব মর্যাদা ভুলুন্ঠিত করতে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের খেপিয়ে তুলতে চায়। অবিলম্বে মূর্তির পরিবর্তে আল্লাহ’র ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সোমবার বিকেলে পদ্মা সেতুর প্রবেশদ্বার ঢাকার গুরুত্বপূর্ণ স্থান দোলাইপাড় চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে আল্লাহর ৯৯ নাম খচিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে বাংলাদেশ ইমাম মুসল্লি ঐক্য পরিষদের উদ্যোগে শান্তিপূর্ণ গণজমায়েতে শীর্ষ ওলামায়ে কেরাম এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মাওলানা মুর্শিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুর পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদ। গণজমায়েতে আরো বক্তব্য সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা রশিদ আহমদ, মুফতি ইমাদুদ্দীন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি মনিরুজ্জামান, মাওলানা এমদাদুল ইসলাম, হাজী নাসির আহমদ, পরিষদের সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদ, মুফতি শফিক সাদী, মাওলানা আনোয়ার হামিদী ও গোলাম সরোয়ার ফরিদী।
ওলামায়ে কেরাম বলেন, ভাস্কর্যের নামে কোন মৃত ব্যক্তির মূর্তি স্থাপন জায়েজ নয়। বুঝে না বুঝে কোন প্রকার শিরক কখনোই মেনে নেয়া যায় না। তারা এ সময় বাংলার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ স্থাপনের জোর দাবি জানান।
এসময় ‘ভাস্কর্যে নামে মূর্তি হটাও, আল্লাহ নামে প্রচার ঘটাও’, ‘মসজিদের রাজধানী ঢাকায় মূর্তি স্থাপন চলবে না’ শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ মিছিল করেন গণজমায়েতে উপস্থিত প্রতিবাদকারীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।