Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের জন্য ভারতীয় চলচ্চিত্র দায়ী

মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী ওলামা লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৬:৪৬ পিএম

ধর্ষণ প্রবণতা রুখতে হলে ভারতীয় চলচ্চিত্র ও পর্নোগ্রাফি অবিলম্বে বন্ধ করতে হবে। ধর্ষণ এখন মহামারিরূপে ছড়াচ্ছে। এর পেছনে মূল কারণ হলো স্মার্ট ফোনের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের প্রচার প্রসার। ধর্ষণের জন্য ভারতীয় চলচ্চিত্রই দায়ী। ওয়েব সিরিজ, দেশীয় সিনেমায় অশ্লীলতা ও বেহায়াপনার ছড়াছড়িতে যুব সমাজের চারিত্রিক অবক্ষয় ঘটছে। দুর্বৃত্তদের হাতে নারীদের সম্ভ্রম লুন্ঠুন হচ্ছে। ধর্ষণ ও ব্যভিচার বন্ধ করতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন করতে হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দফা দাবিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দলের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ আখতার হুসাইন বুখারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার ও মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী।
নেতৃবৃন্দ বলেন, ভারত মুখে বন্ধুত্বের কথা বলে এদেশ থেকে হাজার হাজার টন ইলিশ নিচ্ছে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্টসহ অসংখ্য সুবিধা দিচ্ছে। বিনিময়ে পেঁয়াজ সরবরাহ বন্ধ করছে। আর গরুর, মহিষের পঁচা গোশত এবং অন্যান্য নিন্মমানের দ্রব্যাদি পাঠিয়ে এদেশের বাজার অর্থনীতি ধ্বংস করছে। বাণিজ্য বৈষম্য দিন দিন পাহাড়সম হচ্ছে। তিস্তা চুক্তি করছেনা, গঙ্গা চুক্তির সম্পূর্ণ বরখেলাপ করছে। ভারতের এসব আগ্রাসী ও বাংলাদেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। নেতৃবৃন্দ বলেন, আসন্ন ১২ রবিউল আউয়াল শরীফে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করতে হবে। সকল মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে সরকারি বেসরকারি সকল পর্যায়ে ব্যাপকভাবে পালনের নির্দেশনা জারি করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ও কুচক্রীমহল দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বন্ধ এবং দেশের অবস্থা পুনরায় নাজুক করার জন্য জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য আসন্ন শীতকালে দ্বিতীয় দফা করোনার কথা প্রচার করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ