পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন চৌদ্দ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি বলেন, ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদণ্ড করলে হবে না। এর সাথে আরো ৩টি বিষয় সংযুক্ত করতে হবে।
তিনি বলেন, প্রথমত: ধর্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনতে হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত: কেউ যাতে ইচ্ছাকৃতভাবে বিচারকার্যে দীর্ঘ সময়ক্ষেপণ করতে না পারে- আইনে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তা উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত: এ আইনের অপব্যবহারে কেউ যেন হয়রানির শিকার না হয়- সে বিষয়টিও উল্লেখ থাকতে হবে। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এ ছাড়া, বিবৃতিতে সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে; তার তীব্র নিন্দা এবং এসব ঘটনায় যে বা যারা জড়িত- তাদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের জানান ত্বরিকত ফেডারেশন চেয়ারম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।