Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডকে স্বাগত জানালো তরিকত ফেডারেশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৭:২৫ পিএম

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন চৌদ্দ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি বলেন, ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদণ্ড করলে হবে না। এর সাথে আরো ৩টি বিষয় সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, প্রথমত: ধর্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনতে হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত: কেউ যাতে ইচ্ছাকৃতভাবে বিচারকার্যে দীর্ঘ সময়ক্ষেপণ করতে না পারে- আইনে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তা উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত: এ আইনের অপব্যবহারে কেউ যেন হয়রানির শিকার না হয়- সে বিষয়টিও উল্লেখ থাকতে হবে। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এ ছাড়া, বিবৃতিতে সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে; তার তীব্র নিন্দা এবং এসব ঘটনায় যে বা যারা জড়িত- তাদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের জানান ত্বরিকত ফেডারেশন চেয়ারম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ