Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির আইন করুন : বাংলাদেশ খেলাফত মজলিস

মাওলানা মামুনুল হক ভারপ্রাপ্ত মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৭:১৮ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন, গণহারে ধর্ষণ বেড়েই চলছে। ধর্ষকদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। সরকার দলীয় নেতা কর্মীরা ক্ষমতার অপব্যবহার করে বহু অন্যায় এবং সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অবিলম্বে ধর্ষণ ও ব্যভিচার প্রতিরোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের আইন পাশ করতে হবে। খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং শরীয়াহ মোতাবেক ধর্ষণের বিচারের মাধ্যমে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। প্রতিটি মুসলমানের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর বিচার করতে হবে। তিনি আজ শনিবার পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা জিএম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা ইউসুফ আশরাফ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতী হাসান মুরাদাবাদী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আনোয়ার আলী, মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, প্রমূখ।
বৈঠক দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক আমীরে মজলিস বরাবর অব্যাহতি চেয়ে পত্র দেন এবং তা নির্বাহী পরিষদে গৃহীত হওয়ায় মহাসচিব পদ শূণ্য হলে গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হন মাওলানা মামুনুল হক।
বৈঠকে যেনা ব্যভিচার ও ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশের দাবীতে ১৫ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং ঢাকায় ১৭ অক্টোবর একই বিষয়ে সেমিনার করার সিদ্ধান্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ