Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষকদের শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে

মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৬:৪৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন যে কোন সময়ের চেয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ধর্ষণ করে সেঞ্চুরী পালন করেছিল তার বিচার হয়নি। তিনি বলেন, সারাদেশে যেনা ব্যভিচার আশঙ্কাজনক হারে বাড়ছে। ড্রেনে, ডাস্টবিনে নবজাতক পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিবাহ দিলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়, কিন্তু ১৮ বছরের আগে যেনা ব্যভিচার করলে রাষ্ট্র কোন ব্যবস্থা নেয় না।
তিনি বলেন, ধর্ষকদের বিচারে কঠোর আইন ও শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গতকাল বিকেলে বরিশাল শহরের টাউন হল চত্ত্বরে সারাদেশে নারী নির্যাতন ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। জেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা সৈয়দ নাছির উদ্দিন কাওছার।
মুফতী ফয়জুল করীম বলেন, এদেশকে আর মানুষের দেশ বলা যায় না। হাল জামানা আউয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। তিনি বলেন, ইসলাম নারীদের সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার দিয়েছে। এখন নারীদের মুক্তি নিশ্চিত করতে হলে কুরআনে বর্ণিত অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে। তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ চক্রের গণধর্ষণ তার প্রমাণ। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়। তিনি বলেন, একদিকে নারী ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি অপরদিকে দুর্নীতির রেকর্ড দেশবাসীকে চরম শঙ্কিত করে তুলেছে। মুফতী ফয়জুল করীম বলেন, দেশে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। এমতাবস্থায় সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ