পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার সংক্রমণ শনাক্ত হয়। বর্ষীয়ান এই রাজনীতিককে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জ্বর ছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফের শরীরে আর কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
৭৬ বছর বয়সী এ নেতা ১৯৭০ সালে প্রথম চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল ও ২০০৮ সালের নির্বাচন পরবর্তী মেয়াদে দুই দফায় তিনি আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত এবং বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।