Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডন ফোরামের শিশু অধিকার সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৬:৪৮ পিএম

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশু সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিশুকে মানব সম্পদে রুপান্তর করা সম্ভব তাই শিশুদেরকে সকল ধরনের সহিংসতা এবং ঝুঁকিপূর্ণ কাজের বাইরে রেখে তাদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে ডন ফোরামের (শিশু অধিকার রক্ষা বিষয়ক নেটওয়ার্ক) সদস্য অংগসংগঠনগুলো আহবান জানিয়েছেন।

তারা মনে করেন, প্রধানত প্রান্তিক পরিবারের শিশুরা (ছেলে ও মেয়ে উভয়ই) বিভিন্ন ধরনের শোষণ ও ঝূঁকিপূর্ণ খাতে কাজ করাসহ নানা ধরনের সহিংসতার শিকার হয়ে থাকে। ফলে শিশু বয়সেই তাদের বিকাশের পথটি বাঁধাগ্রস্ত হয় এবং তারা উন্নতজীবনগঠনে ব্যর্থ হয় যা পরবর্তীতে সমাজ বা রাষ্ট্রের জন্য একধরনের বোঝা তৈরী করে।

বৃহষ্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে কোয়ালিশন ফর দি আরবান পুওর (কাপ) এর মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শিশু অধিকার রক্ষা বিষয়ক একটি জাতীয় নেটওয়ার্ক ডন ফোরাম এই অনুষ্ঠানের আয়াজন করে। অনুষ্ঠানটি করোনা মহামারির কারনে স্বাস্থ্যগত বিষয়ের প্রতি খেয়াল রেখে অনলাইনভিত্তিক ওয়েবিনারে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডন ফোরমের অন্যতম সদস্য এবং একশন ফর সোশাল ডেভেলপমেন্ট (এএসডি)‘র নির্বাহী পরিচালক জামিল হোসেন চৌধুরী শিশু সুরক্ষা নিশ্চিতকরনে তিনটি প্রধান অনুষঙ্গের কথা উল্লেখ করে বলেন, শিশুকে শিশুশ্রম থেকে মুক্ত, বাল্যবিবাহ রোধ এবং শিশুর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরী করতে পারলে আমাদের শিশুদের আমরা একটি উন্নত ভবিষ্যতে নিয়ে যেতে পারব।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলণালয়ের উপ-সচিব এবং নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি-সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন বলেন, শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে সবার আগে। শিশু শ্রমের পিছনে বিচ্ছিন্ন পরিবারের পাশাপাশি তিনি দৈন্য অর্থনৈতিক পরিস্থিতিকেও দায়ী করে বলেন, এ ব্যাপারে শিশু শ্রমের মূল কারন নির্ধারণে বেসরকারি সংগঠনগুলো ব্যপক ভূমিকা রাখতে পারে। শিশু বয়সে শ্রমে নিযুক্ত হলে শিশুর স্বাস্থের জন্য তা মারাত্মক হুমকীস্বরূপ।

 

তিনি বলেন, বর্তমানে বাল্যবিবাহ আমাদের মাইন্ড সেট হয়ে গেছে, তাই এ পরিস্থিতি উত্তোরনে তিনি বেসরকারি সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন নেটওয়ার্ক, প্লাটফর্ম ও ফোরামগুলোর মধ্যে কর্ম-সম্পর্ক উন্নয়ন এবং সমন্বয়ের প্রতি জোর দেন। সিপিডি’র সমন্বয়কারী মো. শরীফুল্লাহ রিয়াজের সঞ্চালনায় ভিডা’র এর নির্বাহী পরিচালক এবং ডন ফোরামের চেয়ারপার্সন মাহবুবুল হক অনুষ্ঠনটির সভাপতিত্ব করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ