Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসি পরীক্ষা বাতিল হওয়া নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ৮:২৬ পিএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা। কেউ কেউ এটাকে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করে সরকারকে সাধুবাদ জানিয়েছে। আবার কেউ কেউ বলছেন এটা ভুল সিদ্ধান্ত।

এমডি সোহেল রানা জাহিদ ফেইসবুকে লিখেন, ‘আলহামদুল্লিলাহ্। ধন্যবাদ মা,মাননীয় শিক্ষামন্ত্রী ড.দীপু মনি ম্যাম,আপনার সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্তের জন্য। ১৩লাখ এইচএসসি পরীক্ষার্থী আপনার প্রতি চির কৃতজ্ঞ।’

‘ধন্যবাদ। যদিও আমার কেউ নেই পরীক্ষার্থী। কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত।’ - দিলিপ দে’র অভিমত।

আল আমিন সামির প্রশ্ন, ‘পিছনের সারির ছাত্র ছাত্রীদের কষ্ট করে পড়াশোনা করাটা কি ভেস্তে গেল? এই সিদ্ধান্তে দুই দল খুশি যাদের পূর্বের রেজাল্ট ভাল এবং যারা ইন্টারে এক অক্ষরও পড়ে নি। তাদের জন্য হতাশার যাদের পূর্বের রেজাল্ট ভাল নয় এবং যারা জান জীবন দিয়ে পড়াশোনা করেছিল।’

কানিজ ইলজা লিখেন, ‘এখন অপেক্ষায় থাকি, দেখি রেজাল্ট কি আসে। যে ছাত্র-ছাত্রীদের ভালো প্রস্তুতি ছিলো, তাদের ফলাফল কি আসে দেখি।’

শামসুজ্জামান নাঈম লিখেন, ‘আহা- আমি যদি এবারের এইচএসসি পরিক্ষার্থী হতাম...’

রুবেল রানা লিখেন, ‘এসএসসি ও জেএসসি পরীক্ষায় রেজাল্টের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ অনেকটা গন্ডারকে কাতুকুতু দেওয়ার মত, দুই বছর আগে দেওয়া কাতুকুতু আর হাসি পাচ্ছে বর্তমানে।’

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শ্রাবণ লিখেন, ‘সবকিছু ঠিকভাবে চলতেছে। শুধু পরীক্ষা নিতে গেলেই যতসব করোনা সমস্যার অজুহাত!’

অমিত হাসান লিখেন, ‘জেএসসি ও এসএসসির রেজাল্টের উপর ভিত্তি না করে এইচএসসির নির্বাচনী পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করলেও কি হতো না? আমাদের ব্যাচমেটদের মধ্যে অনেকেই আছে, যারা জেএসসি ও এসএসসিতে জিপিএ ৫ পেয়েও একবারে এইচএসসি পাস করতে পারে নি। আবার এমন অনেকেও আছে, যারা জেএসসি ও এসএসসিতে টেনে টোনে পাস করেও এইচএসসিতে ভালো করে ঢাবি, জাবির মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে।’

আবদুল কাউয়ুমের অনুরোধ, ‘বিনয়ের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি এ সিদ্ধান্ত বাতিল করতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ