পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাণঘাতী করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গতকাল দুপুরে এ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
বিএমপির উপ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ পুলিশ কমিশনার (উত্তর) খায়রুল আলম, বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস আলী খান এবং সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু প্রমূখ।
সভা শেষে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন। এসময় তিনি বাস শ্রমিকসহ সাধারণ যাত্রীদের করোনা থেকে রক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।