Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীদের ওপর লাঠিচার্জ জঘণ্য অপরাধ

ডা. জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ৮:২২ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়ছেন প্রবাসী কর্মীরা। তাদের প্রতি আমরা সম্প্রতি যে ব্যবহার করছি, তা উদ্বেগের। তাদের প্রতি পুলিশের লাঠিচার্জ জঘণ্য অপরাধ এবং এটি আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। তিনি বলেন, প্রবাসীদের প্রতি এমন ব্যবহারের পরিবর্তে সরকারের উচিত প্রত্যেকটা প্রবাসীকে সরকারি অর্থে হোটেলে রাখা এবং তারপর সরকারের দায়িত্ব হবে প্রবাসীদের ভিসা ও ইকামার সমস্যার সমাধান করা।
আজ মঙ্গলবার সউদী আরব, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইউরোপসহ প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে ইকামা, ভিসা সমস্যা সামাধানে করণীয় শীর্ষক এক সভায় তিনি এ আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সউদী প্রবাসী জয়নাল আবেদিন বাকের। ডা. জাফরুল্লাহ বলেন, প্রায় এক কোটি প্রবাসী যদি দেশে ফিরে আসে তাহলে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হবে না। এমনিতেই অসংখ্য রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছেন। একই সাথে প্রবাসীরা দেশে ফিরে আসলে তাদের জমানো অর্থ ফুরিয়ে যাবে। তখন আরো একটা সঙ্কটের সৃষ্টি হবে। আর বর্তমানে এমনিতেই ঢাকাতে হাঁটার জায়গা নেই। এক কোটি মানুষ অতিরিক্ত আসলে এই অবস্থা আরো শোচনীয় হবে।
তিনি বলেন, সমস্যার সমাধানে মন্ত্রী বা সরকারি আমলাদের পাঠিয়ে কিছু হবে না। সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান। তাই প্রবাসী কর্মীদের সমস্যার সমাধানের আশা করা যায়না। প্রধানমন্ত্রীকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা সেখানে গেলে সৌজন্যবোধ এবং তার সম্মানে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। একই সঙ্গে আমাদের প্রবাসীদেরকে সম্মান দেখানো হবে। সভায় সউদী প্রবাসী জয়নাল আবেদীন বাকের প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং সরকারের প্রতি এগুলো সমাধানে আহবান জানান।



 

Show all comments
  • Jack Ali ৬ অক্টোবর, ২০২০, ৯:২৭ পিএম says : 0
    Allah's curse of them who attack them.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৬ অক্টোবর, ২০২০, ৯:৪১ পিএম says : 0
    ডাক্তার জাফরুাহ চৌধুরী বলেছেন, ‘সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান। তাই প্রবাসী কর্মীদের সমস্যার সমাধানের আশা করা যায়না। প্রধানমন্ত্রীকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।‘ আমি ব্যাক্তিগত ভাবে ডাক্তার জাফরুাহ চৌধুরীর এই কথার সাথে সম্পূর্ণ একমত পোষন করছি। বাংলাদেশের বাঙালী কূটনীতিবিদরা বিদেশে গিয়ে সন্তানদেরকে বিদেশী বানাতে এবং ডলার পকেটে ভরতে ব্যাস্ত থাকেন তাই দেশের কোন কাজই তারা সেভাবে করতে পারেনা এটাই আমরা প্রবাসে বসে দেখে আসছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞ কূটনীতিবিদ, তিনি নিজেই যখন কূটনীতিবিদ হয়ে কাজ করেন তখন সেটাই কার্যকর হয় এটাই আমরা প্রবাসে বসে দেখছি।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৭ অক্টোবর, ২০২০, ৮:০৪ এএম says : 0
    ডাক্তার জাফরুাহ চৌধুরী বলেছেন, ‘সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়ে লাটসাহেব হয়ে যান। তাই প্রবাসী কর্মীদের সমস্যার সমাধানের আশা করা যায়না। প্রধানমন্ত্রীকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।‘ আমি ব্যাক্তিগত ভাবে ডাক্তার জাফরুাহ চৌধুরীর এই কথার সাথে সম্পূর্ণ একমত পোষন করছি। বাংলাদেশের বাঙালী কূটনীতিবিদরা বিদেশে গিয়ে সন্তানদেরকে বিদেশী বানাতে এবং ডলার পকেটে ভরতে ব্যাস্ত থাকেন তাই দেশের কোন কাজই তারা সেভাবে করতে পারেনা এটাই আমরা প্রবাসে বসে দেখে আসছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞ কূটনীতিবিদ, তিনি নিজেই যখন কূটনীতিবিদ হয়ে কাজ করেন তখন সেটাই কার্যকর হয় এটাই আমরা প্রবাসে বসে দেখছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ