Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রতি আন্তরিক’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

দেশের সামগ্রিক উন্নয়নে বন্দরনগরীর ভূমিকা অপরিহার্য উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি খুবই আন্তরিক। তিনি একগুচ্ছ মেগাপ্রকল্প উপহার দিয়েছেন। আমিও এই নগরীর মানুষের জন্য ভাল কিছু করে যেতে চাই। তিনি গতকাল রোববার চসিকের উদ্যোগে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের আনুতোষিক প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন। সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন টাইগারপাসস্থ নগরভবনে অবসরে যাওয়া ৩০ জনের আনুতোষিক বাবদ এক কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। দ্রুত সময়ের মধ্যে আনুতোষিক প্রদান করায় মন্ত্রী প্রশাসককে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: নগরীর মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতালে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চসিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ