Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিভিল এভিয়েশনের গাড়ি চালকের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

রাজধানীর কাওলা এলাকার সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারে আম গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেন বাবুল মিয়া নামে এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল সকাল পৌঁনে ৯টার দিকে ফায়ার সার্ভিস তাকে অত্যন্ত দক্ষতার সাথে জীবিত অবস্থায় উদ্ধার করে। বাবুল মিয়া সিভিল এভিয়েশনের একজন গাড়ি চালক।

বিমানবন্দর থানার এসআই মাহবুব আলী জানান, বাবুল মিয়া মাদকাসক্ত। তার বড় ভাই সেলিম সিভিল এভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মচারী। মাদকের পথ থেকে ফেরাতে না পেরে মাস ছয়েক আগে বাবুলের স্ত্রী তাদের এক সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয় বাবুলকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।
গতকাল সকালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে একটি টিম বাবুলের বাসায় যায় তাকে নিয়ে যাওয়ার জন্য। বাবুলকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নেয়ার জন্য তার হাত-পা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করা হয়। এসময় তিনি দৌঁড়ে পাশের একটি আম গাছে চড়েন। গাছের মগডালে চড়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করবেন বলে চিৎকার করতে থাকেন।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারের পাশে আম গাছের ডালে বাবুল নামে এক ব্যক্তি আত্মহত্যার উদ্দেশে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে রেখেছেন এমন সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিকে কৌশলে বুঝিয়ে গলার ফাঁসের রশি খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর মুচলেকা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ